Tuesday, April 28, 2020

ট্যুইটস অফ আইসোলেশন - ৭



- একটা জব্বর গান শুনবে?

- প্লীজ না! ঘর থেকে যে হুট করে বেরিয়ে যাব তারও উপায় নেই। আইসোলেশনে এ যন্ত্রণা সইবে না।

- একটা চমৎকার বাউল ধরব ভেবেছিলাম কিন্তু। 

- তার চেয়ে বরং মুড়ি মাখো।

- তা, সে অবশ্য মাখাতেও একটা মিউজিকাল ইয়ে আছে বটে। আঙুলে ছন্দ না থাকলে মাখায় মাখোমাখোনেস আসে না।

- সবার সুর কি কণ্ঠে?

- আমার সুরের দৌড় ওই চানাচুরমুড়ি তক?

- হেহ। আচ্ছা, বাউলটা হোক। তারপর মুড়ি।

- জোর করছ যখন, ধরি। কেমন? 

- আমি জোর করেছি?

- মুখের কথাটাই কি সব গো? তোমার মনের ইচ্ছের কি কোনও দাম নেই? রেখেছ বাউল করে, গেরস্ত করোনি।

- ন্যাকাপনা!

No comments: