Tuesday, April 28, 2020

ট্যুইটস অফ আইসোলেশন - ২


ট্যুইটস অফ আইসোলেশন - ২

- এসব কেটে গেলে একদিন পাহাড়ে যাবো, কেমন?

- জরুর। জরুর। 

- খুব শিগগিরি এসব কেটে যাবে, তাই না?

- জরুর। জরুর। 

- তারপর স্বস্তি। ট্রেনের আপার বার্থে শুয়ে বই পড়তে পড়তে শিলিগুড়ি। 

- অথবা দিল্লী। 

- তারপর দার্জলিং। 

- অথবা লাদাখ। 

- কেটে যাবে এসব, তাই না?

- জরুর। জরুর।

No comments:

"দ্য লোল্যান্ড" প্রসঙ্গে

যিনি "দ্য লোল্যান্ড" রেকমেন্ড করেছিলেন তিনি এককথায় এ উপন্যাস সম্বন্ধে বলেছিলেন; "বিষাদসিন্ধু"। বিষাদসিন্ধুতে...