Sunday, January 28, 2024

সমরদার অন্ধকার

- বড় তাড়াতাড়ি সন্ধে হলো আজ। তাই না মন্টু?

- ভরদুপুর তো সমরদা। ঘরময় রোদ্দুর।

- ওহ্।

- শরীরটা কেমন বুঝছ?

- দিব্যি।

- মন?

- ওই। সন্ধে।

- ডাক্তারবাবুকে কল দেব একটা?

- থাক৷ অবস্থা এখনও এখন-তখন নয়৷ বেগতিক টের পেলে বলব, তখন ডাক দিস।

- জল খাবে?

- মন্টু৷ কত ভুল।

- তা আছে৷ থাক না৷ ঠিকঠাক কি কিছুই ছিল না?

- কে জানে ভাই৷ ভুলগুলো বাদ দিয়ে কোনও ভাবনা আসেনা মনে৷

- মাথা টিপে দিই?

- কেমন একটা গলা-বুক দলা পাকানো জ্বালা।

- চা করে দিই?

- মন্টু৷ কী কান্না পায়।

- কাঁদো না৷ ক্ষতি কী৷ আমি আছি তো।

- তুই আছিস বটে৷ এমন আঁকড়ে আছিস, তা'তেও মনকেমন হয়।

- আমি সরে গেলে নিশ্চিন্দি? সে সুখ তোমার কপালে নেই সমরদা। তুমি আমার মেসজীবনের গার্জেন, আমি বাঁধা পড়ে গেছি৷

- তুই বড় ইউসলেস।

- কফি খাবে?

- বড় অন্ধকার রে মন্টু৷ 

- অন্ধকারই তো। সেরে যাবে সমরদা৷ দেখো। 

- সেরে যাক৷ এত অন্ধকার ভালো নয়।

- ঘুমোও একটু।

- সেই ভালো। ঘুমোই৷ তুই গল্প বল মন্টু। মেসের গল্প। বলবি?

- চমৎকার আইডিয়া। সে বহু বছর আগেকার কথা বুঝলে..শীতের রাত্রি..কলকাতা অমন গা-কাঁপানো শীত কমই পড়ে। আমাদের মেসে তখন পড়াশোনা ডকে ওঠা সিনেমা-আড্ডা জমেছে। এমন সময় হয়েছে কী...।

No comments: