Thursday, June 16, 2022

অ-তিতকুটের আকুতি



কী হতে চাই না? তিতকুটে। 

সবসময় খিটখিট করব না। যা অপছন্দ তাই পড়ে/দেখে/শুনে নিজের ভিতরটাকে মুগুরপেটা করব না। 

এ'টা হল না, ও'টা হল না; এ'সব দুঃখ যাওয়ার নয়। তবে শুধু সেই দুঃখটা আমায় ডিফাইন করবে না।

মোটাদাগের একঘেয়ে কাজগুলোকে 'বেফালতু' বলে গোঁসা করে বসে থাকব না। বরং কোনও আনন্দ ফর্মুলায় সে'গুলোকে বেঁধে নিয়ে নিশ্চিন্তে থাকব।

"অমুক দাও, তমুক দাও" বলে হাজাররকমের ঘ্যানঘ্যান চালিয়ে যাচ্ছি, সে'সব এই বেলা কমিয়ে ফেলতে হবে। 

মাল্টি-টাস্কিংয়ের ফাঁদে পা দেবনা।  ব্রেনের মধ্যে সার্কাসের তাঁবু বসানোর দরকার নেই।

কলার টেনে জ্ঞান দেওয়ার লোভ ঠেকিয়ে রাখতেই হবে। আর কলার টানা যত জ্ঞান, সে'গুলোকে হেসে পাশ কাটিয়ে যাওয়ার সৎ সাহস তৈরি করতে হবে।

আর? 

আর, ভালো গল্প শোনার সুযোগ পেলেই ড্যাবড্যাবে চোখে বসে যাব।

চেনা-মানুষদের মাঝেমধ্যে ফোন করব। অদরকারে ফোন করব। (এখন করি না)।

কিছু ভালো লাগলে ভালো বলব। জোর গলায় বলব। আন্তরিকভাবে বলব।  পারলে লিখে জানাব। কিন্তু বাহবা জানানোর সুযোগ মিস করা চলবে না।

রোজ কিছু সহজ টার্গেট খুঁজে নেব। একেবারে জলবৎ-লেভেলের। সে'টা দু'পাতা কমিক্স পড়ার হতে পারে। আধ মাইল হাঁটা হতে পারে। নতুন দোকানের রোল খাওয়ারও হতে পারে। দিনের শুরুর টার্গেট বেশ দুলকি চালে রাতের অ্যাচিভমেন্ট হয়ে পড়বে। নিজেকে ইমপ্রেস করে বলতে হবে, "ভালো করেছ, আরও ভালো করতে হবে"।

সময়মত"সরি" বলতে হবে। ঘুরিয়ে-পেঁচিয়ে নয়, ইন্তুকিন্তু জুড়ে দিয়ে নয়, "আসলে কী হয়েছিল..." গোছের ভূমিকা ফেঁদে নয়। বিপদ থেকে বেরিয়ে আসতে হবে বলে নয়। মনকেমনের কড়াইয়ে, "এহ, আর করব না মাইরি"-লজ্জার ডুবো তেলে ফ্রাই করে তুলে আনা যে "সরি"; সে'টা দরকার। সেই হাইক্লাস সরি সময়মত ডেলিভার করতে হবে। 

মোটের ওপর, তিতকুটে হওয়া চলবে না। কিছুতেই চলবে না।

No comments: