Saturday, January 4, 2020

গোস্বামী


বহুদিন পর গোস্বামীবাবুর 'ডিবেট' শুনলাম কিছুক্ষণ। মুগ্ধ না হয়ে থাকা যায়না।

প্যানেলিস্ট ১- আমার কথা..।

গোস্বামীবাবু - শেষ।

প্যানেলিস্ট ১- শেষ..।

গোস্বামীবাবু - আমিও তো বলছি, শেষ।

প্যানেলিস্ট ১- হয়নি।

গোস্বামীবাবু - কী হয়নি?

প্যানেলিস্ট ১- আমার..।

গোস্বামীবাবু - এত আমার আমার করছেন কেন? সেই তখন থেকে শুধু আমার আমার আমার..।

প্যানেলিস্ট ২ - আমার মনে হয়..।

গোস্বামীবাবু - আপনার মনে হয় না।

প্যানেলিস্ট ১ - আমার কথাটা..।

গোস্বামীবাবু - কী ভেবেছেনটা কী? সেই শুরু থেকে একটানা বকে চলেছেন...এবার চুপ করে আমার কাউন্টার কোশ্চেন শুনুন..।

প্যানেলিস্ট ১- আমি কী বলেছি যে আপনি কাউন্টার করবেন?

গোস্বামীবাবু - সে'টাই তো আপনাদের মত মানুষ চায়, আপনারা বলে যাবেন আর সাধারণ মানুষ মুখবুজে সব শুনবে। 

প্যানেলিস্ট ১- কিন্তু আমি যে..।

গোস্বামীবাবু -  সেই "আমি" "আমি" রোগ৷ দেশকে তো চিনলেন না, চিনতে চাইলেনও না। 

প্যানেলিস্ট ১৭ - আশ্বিনের শারদ প্রাতে...।

প্যানেলিস্ট ১ - কথাটা তো শুনুন..।

গোস্বামীবাবু - সাধারণ মানুষের বুকে পা রেখে আর কদ্দিন কথা শোনাবেন? আর কদ্দিন? আজ দেশের হয়ে আমি আপনাকে কথা শোনাবো..।

প্যানেলিস্ট ১ - তবু আমার কথাটা কাইন্ডলি যদি...।

প্যানেলিস্ট ৩২ - হাওড়া ময়দান হাওড়া ময়দান হাওড়া ময়দান...।

গোস্বামীবাবু - ভেবেছেনটা কী? আমি আপনাকে ভয় পাই? 

প্যানেলিস্ট ১ - কই না তো...।

গোস্বামীবাবু - না! না ছাড়া তো আর কিছু বলতে শিখলেন না। কিন্তু দেশের মানুষকে এমন না-না বলে চিরকাল নাকাল করতে হবে না। ওরা জানতে চায়...।

প্যানেলিস্ট ১ - আমিও বলতে চাই..।

গোস্বামীবাবু- থামুন। আমায় আপনি বোকা পেয়েছেন? 

প্যানেলিস্ট ৫৭ - ইয়ে, বকুলকথার সময় হয়ে এসেছে ভাই..।

No comments: