Monday, July 30, 2018

চাঁদু ও দাদু।

- অ্যাই চাঁদু!

- এ কী দাদু, আপনি? এত রাত্রে? তাও আবার স্বপ্নের মধ্যে?

- তোর কপাল ভালো স্বপ্নে এসেছি। নয়ত বেধড়ক কানমলা খেতে হত।

- কী মুশকিল, হলটা কী?

- তুই বাঙালিকে পাঁঠা খেতে বারণ করেছিস?

- না মানে...ইয়ে। আসলে..।

- পাঁঠা আমাদের মা? এ'টা তুই বলেছিস?

- ওই যে, গান্ধীজি ছাগলের দুধ খেতেন যে। তাই বলছিলাম...।

-  গান্ধীজিকে কোট করে এমন কথা বলবি রে? এ'সব শুনলে বুড়ো মানুষটা তিন মিনিট অহিংসা ভুলে একটানা তোর মাথায় গাঁট্টা কষাতেন।

- শোনো...দাদু...প্লীজ..অত উত্তেজিত হতে নেই।

- উত্তেজনার এ আর কী দেখলি রে৷ ফের আগডুমবাগডুম বললে আর টেলিপ্যাথেটিকালি কনেক্ট করব না চাঁদু। স্ট্রেট হিমালয়ের গোপন গুহা থেকে নেমে এসে এ বাড়ির কলিংবেল টিপব।

No comments: