Wednesday, December 24, 2014

ছোট খবর




একটা দেওয়াল জোড়া বিশাল ক্যানভাস। বিশাল। ক্যানভাসটার বুকের মাঝখানে এক ঝাঁক বেলুনের ছবি। লাল, সবুজ, বেগুনী; আরও কত রঙ। ব্যাকগ্রাউন্ডে ঝকঝকে আকাশের ছবি। ক্যানভাসের এক প্রান্তে মিকি মাউসের হাসি হাসি মুখ আঁকা। তাতে স্নেহ মিশ্রিত দুষ্টুমি মাখানো। ক্যানভাসটা খুব বড় তো। তাই আরও অনেক রঙিন ছবি তাতে মিশিয়ে দেওয়া। দু’টো ডাগর সূর্যমুখীর টলমল করছে ক্যানভাসটার নিচের বাঁ দিকে। ভালোবাসার চিহ্ন ছড়িয়ে ক্যানভাস জুড়ে। দোলনার স্কেচ, প্রেমিক-প্রেমিকার প্রেম-প্রেম-আদুরে ছবি। একতারা দুলিয়ে বেড়ানো বাউল।

ক্যানভাসটা যেন হাসিতে ছলছল করছে। মন ভালো হয়ে আসছে। ইন্দ্রিয়ে স্পার্ক আসছে, খুশি আর স্বস্তির। মন এতটাই ভালো হয়ে আসছে যে ছোট্ট চীনেবাদামের চেয়েও কম গুরুত্বপূর্ণ, হালকা আগুনে রক্তমাখা ক্যারিকেচারটা আদৌ নজরে আসছে না। নজরে আসলেও মগজে আসছে না, মগজে যদি চলেও আসে হৃদয় স্পর্শ করছে না। হৃদয় টোকা মারলেও আধুনিক হৃদয় তা পাত্তা দিচ্ছে না। তেমনটাই হওয়ার কথা। অন্তত তেমন মেজাজেই আমাদের হেলতে দুলতে এগিয়ে যাওয়া।

বিজ্ঞাপন, ভোট, রেসিপি, আজব মজার খবরের ভিড়ে; তেতাল্লিশজন সাধারণ মানুষের উগ্রপন্থী উন্মাদদের হাতে নিকেশ হওয়ার খবরখানা কী দুর্দান্ত ভাবে পর্যুদস্ত হয়ে পড়েছে। মাত্র তো তেতাল্লিশ, শ’তিনেক তো নয়। সাধারণ মানুষ মারা গেল? বেশ, তবে সব তো আর স্কুল পড়ুয়া শিশু নয়। মগজ অত সহজে টলছে না। নিউজ স্পেসও সেই হিসেবেই চলছে। ভোটের খবরের বেলুনগুলো তাই ক্যানভাস ভরে ঝিকমিক করছে।
সাবাস। কুডোজ।              

1 comment:

Unknown said...

Sotti disturbing :(