Tuesday, May 7, 2013

অতি স্যার-বাজি

আসুন স্যার। 
বসুন স্যার। 
বলুন স্যার। 

আমি কি করতে পারি স্যার। 
আপনি বললে আমি সব করতে পারি স্যার। 
আমায় এক বার বলেই দেখুন না স্যার। 
আপনি হলেন ভগবান স্যার, আমি মাছি পাতি।
আপনি মুখ দিয়ে একবার বলেছেন, এ না হয়ে পারে স্যার ?
আমার জান কবুল স্যার। 

---

আসবো স্যার ?
বসবো স্যার ?
বলবো স্যার ?

আমার ভারী দুর্দশা স্যার। 
আমায় একটু দয়া করবেন স্যার। 
আমায় এ যাত্রা বাঁচিয়ে দিন স্যার। 
অমন ভাবে বলবেন না স্যার। 
আপনি না দেখলে আমি কোথায় যাব স্যার। 
আপনি এমনটা করতে পারলেন স্যার ?

-- 

অতি স্যার-বাজি অতি সরেস ফাঁসির ইন্তেজাম। 

1 comment:

Anonymous said...

Kya baat hai sir. Ekhom theek bolechen :-) (Sue)