ঠোঁটে ঠোঁট চকামে তৈয়ার হল চুমু।
  । 
চুমু সেদ্ধ হতে
হতে নরম হয়ে এলে চিবোতে সুবিধে হয়। ঠোঁট-জোড়ার  তেজ কমে আসে; ঝলক আবছা হয়ে আসে অভ্যস্ত আলাপে। এক বেরসিক ঈশ্বর চুমুতে
গুঁজে দেন পরিচিতি। পরিচিতির সঙ্গে সঙ্গে ঠোঁট জুড়ে নেমে আসে স্নেহ, যেই স্নেহ বার বার শুধু এক হাঁড়ি ভাতের মত মনে করিয়ে
দেয়।  
"একে অপরকে  জাপটে ধরে ভালো রাখা, এক সাথে ভালো
থাকা - এইটুকুই তো"। 
কখন যে
ঠোঁট-পাগলামিতে সাথে স্নেহ মিশে যায় এবং  শ্রীমান  চুমু নিজের নাম পাল্টে হামি বনে যায়; মানব-মানবী তার
হিসেব রাখতে পারেন না।      
( চুমু-ওয়ালির জন্যে  নয়, হামি-ওয়ালির জন্যেও নয়; এই পোস্টটি রইলো শ্রী শ্রী রাজ শেখরের জন্যে )

 
 
No comments:
Post a Comment