Friday, November 2, 2012

আপনি কি বাঙালি ?


আপনি কি মাঙ্কি-টুপি ব্যবহারে কুণ্ঠা বোধ করেন?

আপনার গলায় রবীন্দ্রসঙ্গীত আসলে কি কণ্ঠস্বর আপনা থেকে ভারী হয়ে যায় না?

আপনি কি জেলুসিল সম্পর্কে শ্রদ্ধাশীল নন?

আপনি কি নলেন গুড়ের আশায় ক্যালেণ্ডারের দিকে তাকিয়ে থাকেন না?

আপনি কি “রোম্যান্স মানেই উত্তম” বলে গলে যান না?

আপনি কি পর্ণ কে পানু বলে অভিহিত করেন না?

আপনি কি “বোকা” শব্দটিকে ঘোরতর অসুম্পূর্ণ বলে মনে করেন না
?

আপনি কি একযোগে ফুটবল এবং রাজনৈতিক বোদ্ধা নন?

আপনি কি “কালচারাল” তথা “রাবীন্দ্রিক ও নজরুলিও” ব্যাপারে মেগা-উত্‍সাহি নন?

আপনি কি গ্রেগ চ্যাপেল-খিস্তিতে বিশ্বাস করেন না?

আপনি কি সি-পি-এমই বা তৃণমূলী বামপন্থায় বিশ্বাসী নন?

আপনি কি রোববারে মাংস-ভোজের ব্যাপারে একনিষ্ঠ নন?

ইলিশের মূল্য বৃদ্ধিতে কি আপনার বুক হু হু করে ওঠে না?

আপনি কি কোলকাতা কে আমেরিকা ও সিঙ্গাপুরের যোগফলের এক কাঠি বেশি বলে মনে করেন না?

আপনি কি দার্জিলিং ছাড়া পাহাড় আর পুরী ছাড়া সমুদ্র কে বিধবা বলে মনে করেন না?

দুর্গাপুজোয় নিরামিষ খাওয়া কি আপনার ধর্ম বিশ্বাসে আঘাত নয়?

আপনি কি ভূড়ির প্রতি স্নেহশীল নন?


উপরের প্রশ্নগুলির একটারও উত্তর যদি “না” হয়, তাহলে আপনি বাঙালি নন

No comments: