Thursday, September 22, 2011

বঙ্গ-জীবনের অঙ্গ

কিছু কিছু ব্র্যান্ড আদ্যোপান্ত বাঙালি, সে কোনও অমুক-লিভারের নয় বা কোনও তমুক-গ্যাম্বেলএরও নয়এই পণ্য-নামগুলো বাঙালির বাঙ্গালিয়ানা ঘিরে রয়েছে, অন্তত নব্বই দশক পর্যন্তও ছিলআর আমরা যারা এখন টি-টুয়েন্টি তথা ডিশ-টিভি তথা ফেসবুক-মগ্ন, তাদের কাছে এই নামগুলোর একক ডেফিনিসন হচ্ছে ছেলেবেলার গন্ধ’।


~ বোরোলীন: সুরভিত অ্যান্টিসেপটিক ক্রীমচ্যাটচ্যাটে, বাতাস ভারী গন্ধে ভরপুরতবু ঠোঁট-ফাটা থেকে ছড়ে যাওয়া হাঁটু, বোরোলীন ছিল সর্বত্রএখনো বোরোলিনের ছিপি খুললে মাএর কথা মনে আসে




~ মার্গো সাবান: সবুজভীষণ টেকসইচেটে দেখেছি, সত্যিই নিম-তেতোফ্যানা-ট্যানার পরোয়া নেই, এন্তার গায়ে-পিঠে ঘষে চলো




~ নাইসিল: আমার বাঙালি রক্ত আমায় দিয়েছে দুপুর রোদে ফুটবল, আর দিয়েছে ঘামাচি, ভাগ্যিস নাইসিল ছিলো



~

শালিমার নারকোল তেল/ কেওকারপীন হেয়ার অয়েল:
নিয়মিত মা মাথায় ঘষে দিত শালিমার নারকোল তেল এবং সেটা এতটাই পরিমাণে যে গোটাদিন মাথা চুপ-চুপ করতো। তবে বিশেষ কিছুদিনে পেতাম ইস্পেশ্যাল কেও-কারপীন হেয়ার অয়েল, দিদিদের বদান্যতায়।




~ দুলাল চন্দ্র ভড়ের তাল মিছরি: স্টক করতো বড়-জ্যাঠা, আমার চুরি বিদ্যার হাতে খড়ি।


~ অজন্তা হাওয়াই: সার্থক এর মুগুর মার্কা। পাড়ার তপুদাকে দেখেছি এই হাওয়াই চটি পড়ে ফাস্ট-বোলিং করতেআমার প্রিয় রঙ: নীল


~ কে সি পালের ছাতা: ছাতা ছাড়া বাঙালি আর মেটে ছাড়া পাঁঠা, ও একি ব্যাপার। রৌদ্র-ছায়া-মাথা ব্যথা / ভরসা তো একটাই / কে সি পাল ছাতা


~ ব্রিটানিয়া থিন-অ্যারারুট: “যতদিন দেহে আছে প্রাণ/ প্রাণপনে এ টায়ের গাইব জয়গান”আমার ছোটমামার কথায় বাঙালি কে ফিনিশ করতে হলে, ব্রিগেড আর ব্রিটানিয়া থিন-অ্যারারুট ভ্যানিস করে দাও; ব্যাস’।








"এতগুলি পণ্যেরে হে মা জননী


রেখেছো বাঙালি করে


গ্ল্যামার দাওনি"








1 comment:

Anonymous said...

Osadharon..
sei nostalgia..