Saturday, November 25, 2023

ঝাল



- আড়াইশো গ্রাম পকোড়া দিন।

- আসুন৷ এই যে।

- আর ওই...ফাউ লঙ্কাটা?

- ওই যে, ঠোঙার মধ্যে দিয়ে দিয়েছি।

- *ঠোঙার ভিতরে উঁকি মেরে* থ্যাঙ্কিউ। কিন্তু। ইয়ে। আর সামান্য যদি..মানে এক্সট্রা..।

- নিশ্চয়ই৷ নিশ্চয়ই। এই যে।

- থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ থ্যাঙ্কিউ।

- হে হে হে।

- হে হে হে।

- উম...আরও একটু দেব নাকি? লঙ্কা?

- হে হে হে৷ মানে, দিলে ভালো হয় আর কী৷

- এই যে৷ আর দু'টো।

- কী বলে যে আপনাকে..।

- আরে, এ আর এমন কী।

- হে হে হে।

- হে হে হে।

- হে হে হে।

- আর ফাউ লঙ্কা দেওয়া সম্ভব নয় কিন্তু।

- সত্যিই সম্ভব নয়৷ তাই না?

- ব্যাপারটা হয়েছে কী, এ'দোকানে পকোড়ার সঙ্গে ভাজা লঙ্কা ফাউ৷ লঙ্কার সঙ্গে পকোড়া ফাউ হলে না হয়..।

- সত্যি তো। ইয়ে, এক কাজ করুন। আরও আড়াইশো লঙ্কা, থুড়ি, আরও আড়াইশো গ্রাম পকোড়া দিন দেখি।

- হে হে হে।

- হে হে হে।

- দিই কেমন?

- দিন।

- সঙ্গে চাটনি-টাটনি কিছু দেব?

- চাটনি?

- লাল টক মিষ্টি চাটনি। অথবা ঝাল আর চটপটে সবুজ চাটনি।

- অ। না, চাটনি থাক৷ তার বদলে এক্সট্রা দু'পিস লঙ্কা যদি পাওয়া যায়...।

- হে হে হে।

- হে হে হে।

No comments: