Saturday, November 25, 2023

তপস্বী



- তপস্বী..।

- মহেশ্বর! আপনি এসেছেন! আমি ধন্য..আমি ধন্য..।

- অত কথায় কাজ নেই৷ মোদ্দা কথাটা হল এই যে তোমার তপস্যায় আমি খুশি৷ এ'বার লেনদেনের ব্যাপারটা মিটিয়ে ফেলো৷ বলো কী বর চাই।

- আজ্ঞে, নিজের মুখে আর কী বলব দেবাদিদেব। আপনি অন্তর্যামী..।

- না না৷ ও'সব বললে হবে না। এ'টাই সিস্টেম। তোমায় চাইতে হবে। নাও, বর চাও৷ ক্যুইক। আমার আবার হাতে অত সময় নেই৷ তপস্যায় কেল্লা ফতে তো তুমি একা করোনি..। ক্যুইক!

- ইয়ে, প্রভু..আমায় অমরত্বের বর দিন প্রভু।

- ফোট্।

- আহ্, এই সুন্দর পৃথিবী ছেড়ে..মন যেতে নাহি চায়..নাহি চায়।

- এই রে, সুরবোধ গোল্লা সে আবার শ্যামল মিত্র কচলাচ্ছে৷ আরে নিজের গলা শুনেছ? যেন জার্মান ফাইটার জেট৷ থামো থামো।

- সরি৷ সরি। আসলে মেজাজ চলে এসেছিল কিনা..।

- অমরত্বফত্ব হবেনা৷ অন্য বর চাও দেখি।

- অমরত্ব হবে না। এ তো ভারী মুশকিল হল মহেশ্বর৷ উম..উম..।

- ক্যুইক ক্যুইক।

- ইউরেকা!

- মাথায় এসেছে কিছু? চেয়ে ফেলো।

- আমার পাতে পড়া প্রতিটাই লুচিই যেন নিখুঁত ভাবে ফোলা হয়৷

- ব্রাভো বৎস, ব্রাভো! তোমার এলেম আছে বটে! সত্যিই, এর চেয়ে উত্তম স্তরের অমরত্ব আর হয়না৷ তথাস্তু।

No comments: