Saturday, November 25, 2023

বম্বের বাবু



- এই যে, ভাইটি৷ এ'দিকে এসো দেখি।

- কী ব্যাপার বলুন তো..।

- কী, আজ নাকি গাড়ি আনা হয়নি৷ আর অফিস বাসও হাতছাড়া হয়েছে?

- হেহ্। ওই আর কী।

- তা ফেরা হবে কী করে?

- ওই। উবার। বা অটো ধরে..।

- বলো কী হে!

- আগেও গেছি তো।

- আগে বহুবার ভুল করেছ বলে কি সে'টাকেই হ্যাবিটে কনভার্ট করতে হবে? এ কী ভোট দেওয়া নাকি?

- আমি বুঝলাম না।

- ট্রেন থাকতে আবার ও'সব ছাইপাঁশের দিকে যাওয়া কেন।

- ট্রেন..আসলে..হয়েছে কী..।

- কিছু হয়নি। আমি বলছি কী হবে। আজ ট্রেন।

- কিন্তু..।

- ট্রেন।

- না শুনুন..।

- কী দরকার নিজেকে অযথা চাবকানোর? ট্রেন৷

- বেশ। আজ তবে ট্রেন। রুটটা তা'হলে একটু...।

- এই হচ্ছে কথার মত কথা৷ এ'বারে শোনো.. এ'খান থেকে শেয়র অটো..।

- অটো।

- মিটারে না। শেয়র অটো। বান্দ্রা স্টেশন পর্যন্ত।

- শেয়র অটোয় বান্দ্রা।

- টার্মিনাস নয় কিন্ত।

- এই সেরেছে। বান্দ্রার ক'টা স্টেশন?

- ডোবাবে দেখছি৷ শেয়র অটো বান্দ্রা স্টেশন বলে যে'খানে নামাবে নামবে৷ কেমন?

- ওউক্কে।

- অটোয় বসেই অনলাইন টিকিট কেটে নেবে৷ ইউটিএস অ্যাপ।

- যো হুকুম।

- কোন টিকিট কাটবে?

- এই রে। ওই। বান্দ্রা টু যোগেশ্বরী।

- কোন ক্যাটেগরি?

- এই রে..সেরেছে..ভালো দেখে একটা..।

- এসি টিকিট কাটবে?

- এসি আছে?

- আলবাত। বম্বের ব্যাপারই আলাদা।

- বাহ্। তা'হলে এসির টিকিটই কাটব।

- তোমার মুণ্ডু।

- যাচ্চলে।

- এসি ট্রেনের অপেক্ষায় বসে রইলে ঝুলে যাবে। ডেলিপ্যাসেঞ্জারিরে স্পীড ইস অফ দ্য এসেন্স। এসি উইল স্লো ইউ ডাউন।

- তা'হলে এসি বাদ?

- আলবাত। সোজা এক নম্বর প্ল্যাটফর্মে গিয়ে স্লো ট্রেন ধরবে।

- স্লো ট্রেন ধরব?

- টু রীচ ফাস্টার৷ সবই খেল অফ ফ্রিকুয়েন্সি। পরপর স্লো ঢুকবে..।

- বেশ৷ স্লোয়ের টিকিট কেটে সোজা প্ল্যাটফর্ম নম্বর এক।

- বাহ্। এইত্তো৷ ইয়ে, তোমার নরম শরীর। ফার্স্ট ক্লাসের টিকিট কেটো৷

- আচ্ছা। বেশ৷ শেয়র অটো৷ বান্দ্রা স্টেশন। এক নম্বর প্ল্যাটফর্ম। স্লোয়ের ফার্স্ট ক্লাস টিকিট৷

- বাহ্। দশে দশ৷ তবে ফার্স্ট ক্লাসের টিকিট সঙ্গে রেখে যে'খানে চান্স পাবে উঠে যেও৷ মিনিট পনেরোর তো ব্যাপার।

- আচ্ছা।

- নার্ভাস?

- না মানে..।

- ফোকাস। তুমি প্ল্যাটফর্মে। তুমি দেখলে ভিরার লোকাল ঢুকলো। দিব্যি সে'টা যোগেশ্বরী যাবে।

- তা'হলে আর কী৷ সুট করে উঠে যাব।

- না। উঠবে না৷ তোমার সইবে না।

- সইবে না?

- সে ট্রেন তোমায় চিবিয়ে ছিবিড়ে করে জাস্ট ফেলে দেবে৷ আর ক'দিন যাক৷ বম্বের হাওয়ায় শরীর-মন তৈরি হোক। তারপর ভিরারে ঝুলে পড়বে'খন৷ আপাতত বোরিভলির লোকাল এলে তবে উঠবে। কেমন?

- (চোয়াল শক্ত) বেশ। তাই হোক৷ আজ তবে ট্রেন৷ কী বলেন?

- সাবাশ ব্রাদার! সাবাশ! ও হ্যাঁ। মাস পাঁচেক হল তুমি মুম্বইতে এসেছো। এদ্দিন মন থেকে যে কথাটা তোমায় বলা হয়নি ব্রাদার, আজ বলি৷ ওয়েলকাম টু আওয়ার সিটি। ওয়েলকাম!

No comments: