Sunday, May 15, 2022

ইজ্জৎ

- কাকা, দু'জন দেখা করতে এসেছে৷

- কী চায়, টাকাপয়সা? খুচরো দু'চারটাকা দিয়ে বিদেয় কর৷ উঠোনে বেশিক্ষণ দাঁড়াতে দিসনি৷

- না না, টাকা নয়..।

- এই সেরেছে৷ উপকার করতে বলবে না তো? দেখিস বাবা৷ মিষ্টি কথায় বুঝিয়ে বল পরশু দুপুরে আসতে, উপকার রেডি রাখব৷

- ও মা! কাল থেকে তো তুমি একমাস নেই কাকা৷ তীর্থফীর্থ কোথায় যাবে না?

- আহ্! সে জন্যই তো পরশু আসতে বলছি৷ 

- অ৷ কিন্তু তারা উপকার চাইতে আসেনি তো।

- সর্বনাশ৷ আলাপ জমাতে এসেছে? কেমন-আছেন-আমি-ভালো-আছি মার্কা হাড়জ্বালানের দল? শোন, ও'দের দু'চারদানা নকুলদানা আর আধগেলাস জল দিয়ে কাটিয়ে দে। যত আপদ।

- আরে না গো কাকা! সে'সব নয়৷

- তবে? ওদের মতলবটা কী?

- ওরা সম্মান চাইতে এসেছে।

- কী চাইতে এসেছে?

- সম্মান৷ ইজ্জৎ।  রেস্পেক্ট।

- বাঁশপেটা কর ওদের৷ এখুনি৷ ওরে কে কোথায় আছিস! আন, কাটারি আন৷ বঁটি আন৷ জুতো, লাঠি, মুগুর, সেফটিপিন, গীতবিতান; হাতের কাছে যা পাবি নিয়ে আয়৷ রাস্কেলদের সাহস দেখো, সম্মান চাইতে এসেছে৷ এদের চামড়া গুটিয়ে দে, সম্মান আদায়ের শখ যেন পুরোপুরি মিটে যায়৷ বুঝেছিস?

No comments: