Tuesday, November 2, 2021

বাঁধিবি



- বাড়ি ফিরছ ভায়া?

- নাহ্!

- সে কী! পুজোয় বাড়ি ফিরবে না?

- নাহ্৷

- ছুটি পাওনি?

- নাহ্!

- যাহ্! কেন, সেই জরুরী রিভিউ মিটিং এড়ানো গেলো না বুঝি?

- নাহ্!

- কোনও ভাবেই না?

- নাহ্!

- ওহ্। তা, মন খুব খারাপ ভায়া?

- ওই৷ সামান্য। অতি অল্প৷ তবে এ বাজারে মাসের শেষে স্যালারি পাচ্ছি, পাতে চাট্টি ভাত পড়ছে। সে'টা তো উড়িয়ে দেওয়া যায় না৷

- সেই৷ নুনের দায়৷ বাঁধা তো পড়তেই হবে৷

- আমায় বেঁধেছে বটে৷ ফিজিক্যালি৷ অফিসে রোজ কার্ড পাঞ্চ করার সময় পাড়ার পুজো প্যান্ডেলের কথা ভাবব৷ পাওয়ার পয়েন্টে কাজ করার সময় পুজো কমিটির হয়ে চাঁদার বিল কাটার কথা ভাবব৷ এক্সেলে হিসেব কষার সময় হাটারির মেনু কার্ডের কথা ভাবব৷ রিভিউয়ের সময় পাড়ার ইয়ারদোস্তের ঘুগনি সহযোগে সঙ্গে খেজুরে আড্ডা দেওয়ার কথা ভাবব৷ আমায় বাঁধছে বাঁধুক৷ কুছ পরোয়া নহি৷ মন ফুড়ুৎ হবেই৷ মাইরি৷ প্রতিটা 'ইয়েস স্যার'য়ে চাপা ঢ্যাংকুরাকুর মিশিয়ে দেবই৷ দেখে নেবেন।

- আলগা গিঁট? তা'তে শেষ পর্যন্ত বাঁধা পড়বে না বলছ?

- নাহ্! কভি নহি৷ নেভার!

No comments: