Saturday, August 14, 2021

বংপেনের জ্যেঠু




- তুমি লেখালিখি করো?

- (উজ্জ্বল মুখে) ইয়ে জ্যেঠু, আমার একটা ব্লগ আছে৷ বংপেন৷ 

- ওহ্৷ আমি ভাবলাম লেখোটেখো বোধ হয়৷

- (পালিশ করা বিনয় বাগিয়ে) ওই ব্লগে সামান্য দু'চার লাইন..। কখনও সখনও..।

- ভেরি গুড। ভেরি গুড৷ খুব খুশি হলাম শুনে৷ এ'বার আস্তে আস্তে লেখার চেষ্টা করো৷ 

- (সামান্য থমকে) ওই, বেসিকালি লেখাই তো৷ ব্লগে৷ ফেসবুকে৷ ট্যুইটারে।

- ব্লগ। ফেসবুক। ট্যুইটার। ভেরি গুড। এই তো চাই৷ নীড অফ দ্য আওয়ার যাকে বলে৷ গুড। 

-  হ্যাঁ৷ তাতেই সামান্য...অপর্যাপ্ত আর কী...লেখালিখি।

- জানি তো৷ দেখেছি৷ অল্প পড়েছি। শোনো, আমি বেশ টেক স্যাভি কিন্তু৷ 

- ( হাঁফ ছেড়ে) ওহ, হ্যাঁ! সেটাই বলছিলাম৷

- আমিও তাই বলছিলাম৷ এ'বারে তা'হলে লেখালিখির চেষ্টা শুরু করলেই হয়। শেখার কোনও বয়স তো নেই৷

- (এ'বার দমে যেতেই হল) না মানে...ওগুলোও তো..মানে..।

- ওগুলো কী? 

- (মরিয়া) লেখা৷ 

- সে কী!

- (হাহাকার) লেখা নয়?

- সকালবেলা কেউ কাগজ পড়তে চাইলে তুমি তার দিকে চপের তেল চুপচুপে ঠোঙা এগিয়ে দেবে?

- (থতমত) সে কী!

- এগজ্যাক্টলি।

- (মরিয়া) কিন্তু ব্লগে...জ্যেঠু মানে...আফটার অল..প্রসেসটা তো লেখালিখির৷ আউটপুট যাই হোক..।

- অফিসের মেমো বানাতে গেলেও প্রসেসটা লেখারই৷ জানালার বাইরে আকাশ দেখলে, রবীন্দ্রসঙ্গীত গুনগুন করলে, তারপর লিখলে 'দিস ইজ টু ব্রিং টু ইওর কাইন্ড অ্যাটেনশন'..ইত্যাদি৷ সে'টাও দিব্যি লেখা৷ বাট নট টু বি ক্যাটেগরাইজড অ্যাজ লেখালিখি।

- (মিইয়ে যাওয়া সুরে) হচ্ছে না বলছেন? মিডিয়াম চেঞ্জ করতে হবে?

- লেখালিখি তো প্ল্যানচেট নয়৷ যে ভূতের ব্যাটাবেটি রেস্পন্ড করছে না বলে মিডিয়াম চেঞ্জ করবে। 

- (রুমালের মা, বারুইপুরের আইফেল) ইয়ে৷ তাও বটে৷ কিন্তু, একদু'বার ছাপাও হয়েছে কিন্তু, আমার লেখা৷ 

- ভেরি গুড৷ ভেরি গুড৷ ছাপা হয়েছে৷ ব্লগ আছে৷ ফেসবুক আছে৷ তা'হলে লেখালিখির চেষ্টা করতে ক্ষতি কী?

- ক্ষতি নেই৷ না?

- ইউ মাস্ট৷ তবে আই মাস্ট সে, তোমার ব্লগটা দিব্যি জমজমাট। ক্রিস্প৷ তরতরে৷ 

- এ'বার আসি জ্যেঠু৷

- আর তোমার ট্যুইটগুলোও ভালো হচ্ছে৷ 

- আসি জ্যেঠু৷

- গুড গোয়িং৷ চালিয়ে যাও৷ ব্রাভো!

- আসি। 

- এসো। আর লেখালিখির ব্যাপারটাও চেষ্টা করে দেখো, কেমন?

2 comments:

Unknown said...

অনবদ্য ।

Unknown said...

অনবদ্য ।