Sunday, August 8, 2021

সোনার ছেলে



- এ'বার তো একটা সংবর্ধনার ব্যবস্থা করতে হয় হে দত্ত।

- অফিসের জুনিয়র ক্যাশিয়ার দেশের নাম উজ্জ্বল করেছে৷ এশিয়াডে সোনার মেডেল পেয়েছে৷ এ তো আমাদের সকলের জন্য গর্বের ব্যাপার স্যার৷ সংবর্ধনা তো হওয়াই উচিৎ৷

- তা ছোকরা দেশে ফিরছে কবে?

- পরশু, সকাল এগারোটায় দমদমে নামছে৷ অফিস থেকে আমিই না হয় ওকে রিসিভ করব..।

- রিসিভ করবে? সে কী! অফিস কামাই করে এয়ারপোর্ট যাবে গায়ে হাওয়া লাগাতে? 

- না মানে, এত বড় একটা অ্যাচিভমেন্টের পর মনোজ ফিরছে৷ তাই ভাবছিলাম অফিসের তরফ থেকে একটা ফুলের বোকে নিয়ে যদি..।

- মনোজ না হয় এশিয়াডে মেডেল পেয়েছে৷ তোমার টেবিলের পেন্ডিং ফাইলগুলো তো কমেনি। অফিসের জরুরী কাজ বাদ দিয়ে  এয়ারপোর্ট ঘুরতে যাওয়ার কোনও দরকার নেই৷ 

- ওকে স্যর। 

- আর ফুলটুল ডায়রেক্টলি ওই সংবর্ধনা সভায় দিলেই হবে। আর সে ব্যাপারটাও চট করে সেরে ফেলতে হবে৷ মনোজ অফিস জয়েন করলেই৷ 

- ওকে স্যর। 

- তুমি বরং কিছু জরুরী ব্যাপার নোট করে নাও৷ সেই সংবর্ধনা সভায় ফুল ছাড়াও একটা মানপত্র চাই। দরকার একটা উপহার; উপহারের বাক্সটা ঢাউস হতে হবে কিন্তু তাই বলে খরচটা যেন ঢাউস না হয় দত্ত। ওই মিক্সার গ্রাইন্ডার গোছের কিছু একটা দিয়ে দিও৷ তেমন কোনও বড় ব্র‍্যান্ড দরকার নেই আবার, এ তো এশিয়াড। অলিম্পিক টলিম্পিক হলে তাও বুঝতাম৷ আর হ্যাঁ, উপহারটা আমি ওর হাতে তুলে দেব৷ মনে করে ফটোগ্রাফার ডেকো৷ সেই ছবি একটা প্রেস রিলিজে লাগিয়ে রিলীজ করতে হবে। পরের দিন দু'একটা কাগজে ছাপিয়ে দিও'খন; ম্যানেজিং ডিরেক্টর অফ মালকানি ইন্ডাস্ট্রিজ ফেলিসিটেটস এশিয়াড মেডাল উইনার। কেমন? রিলিজ করার আগে ড্রাফটটা আমায় দেখিয়ে নিও একবার৷

- ইয়ে স্যর, সংবর্ধনা সভায় স্পীচটীপ কিছু থাকবে নাকি?

- আলবাত। 

- বেশ৷ মনোজের এশিয়াড এক্সপিরিয়ন্স শেয়ারিংয়ের জন্য তা'হলে একটা আধ ঘণ্টার স্লট রেখে দিই? 

- আধ ঘণ্টা? তোমার সবেতেই শুধু ফাঁকিবাজির ফিকির দত্ত৷ অফিসশুদ্ধু লোকজন আধঘণ্টা কাজ কামাই করে মনোজের বকবক শুনবে? এ'দিকে এই কোয়ার্টারে রেভিনিউ যে পড়তির দিকে, সে'খেয়াল আছে কি?

- তা'হলে..।

- মনোজ মিনিট পাঁচেক বলুক না৷ কী বলতে হবে সে'গুলো আমি লিখিয়ে দেব৷ ওই, কোম্পানির সাপোর্ট না থাকলে আমি এদ্দূর যেতে পারতাম না৷ থ্যাঙ্কস টু আওয়ার ম্যানেজিং ডিরেক্টর, ইত্যাদি ইত্যাদি৷  আমি বলে দেব, তোমার কাজ ওকে শিখিয়ে পড়িয়ে নেওয়া৷ 

- বেশ স্যার৷ তাই হবে। 

- উম্...ওই সভায় আমিও না হয় দু'চারটে কথা বলব'খন৷ আফটার অল, সে'টা আমার দায়িত্বের মধ্যে পড়ে৷ আমি প্রাইমারিলি এক্সেলেন্সের সম্বন্ধেই বলব৷ একটু মোটিভেশনাল ইয়ে হবে আর কী৷ স্পোর্টিং স্পিরিটের রেফারেন্সও থাকবে৷ ওই, আমার জন্য মিনিট পনেরো-কুড়ির একটা স্লট রাখলেই হবে৷ 

- বেশ৷ 

- আর শোনো, দত্ত। এই'সব ঝুটঝামেলা মিটে গেলে মনোজকে একটু কাউন্সেল করতে হবে৷ খেলাটেলা ভালো ব্যাপার তবে অফিসের কাজে বেশি ফাঁকি পড়লেই চাপ৷ আরে আমিও তো প্রতি রোব্বারে গল্ফ খেলি, তাই বলে কি অফিসের প্রায়োরিটি ভুলে গেলে চলে? এশিয়াডের নাম করে সে ব্যাটা বড্ড বেশি ছুটি নিয়ে ফেলেছে৷ পরপর কয়েকটা উইকেন্ড যেন সে ছুটি না নিয়ে অফিসের জমা কাজগুলোকে সাফ করে৷ আর এ'বারে তার পুজোর ছুটি ক্যান্সেল। 

- তাই হবে স্যর৷ ইয়ে, আর কোনও ইন্সট্রাকশন?

- সংবর্ধনা সভার জন্য জব্বর সব ব্যানার ফেস্টুন চাই কিন্তু দত্ত৷ লোকে যেন টের পায় যে আমাদের কোম্পানি স্পোর্টিং ট্যালেন্টকে কালটিভেট করতে জানে৷ কেমন?

- জো হুকুম স্যর।

No comments: