Friday, June 16, 2017

লেজুড়

কোনও কিছুর প্রতিবাদ করতে হলে একটা লম্বা লেজুড় দিতে হবে।

প্রতিবাদ -

অমুক তমুককে পিটিয়ে ঠিক করেনি।

লেজুড়:

১. অমুক যখন তমুককের হাতে মার খেয়েছিল ১৯৫৬, ১৯৭৩, ১৯২৩, ১৭৬৩ আর ১৫৯৭য়ে, তখনও আমার খারাপ লেগেছিল।

২. অমুকের পিসেমশাই যখন ইথিওপিয়া, বারুইপুর বা প্যারিসে মারধোর খান , তখনও আমার বিশ্রী লাগে।

৩. তমুকের ব্যথায় এখন ১০০ শব্দে প্রতিবাদ করেছি। অমুকের সময় ৪২টা শব্দ খরচ করেছিলাম। কিন্তু কথা দিচ্ছি যে বাকি ৫৮টা শব্দও ছিল, শুধু বুকে থেকে ফেসবুকে নামানোর আগে ওয়ানডে ম্যাচ এসে গেছিল। রিয়েলি।

৪. আমি আসলে অকারণে বেধড়ক পেটানো ব্যাপারটায় বিরক্তি প্রকাশ করেছি। অমুক তমুক মূল বিষয় নয়, ইনফরমেশন মাত্র। তমুকের ওপর অমুকের অকারণ তম্বিকে গাল দেওয়া মানেই বাই ডিফল্ট   তমুকের অমুক পেটানোর প্রতি চোখ বুজে থাকা নয়। অকারণ বেধড়ক পিটুনিতে দু'পক্ষেরই খুব ব্যথা লাগে। এ'টুকু নিশ্চিত।

Phew.

No comments: