Saturday, April 1, 2017

স্নেহ ও ঘুম

পুরুষ নারীর দৈহিক মিলন অতি অবৈজ্ঞানিক।
প্রবল অবিজ্ঞানে সভ্যতা, সাহিত্য ও সঙ্গীত এগিয়ে চলেছে এত বছর ধরে।

মিলনোত্তর নারী হৃদয় ভেবে চলে অবিচ্ছেদ্য বন্ধনের কথা,
সোনা গলানো উষ্ণতার কথা,
পূর্ণেন্দু পত্রীর কথা,
তুমি যে আমার ওগো তুমি যে আমারে সুচিত্রার কোলে উত্তমের মাথার কথা,
সবুজ ঘাসে ছড়ানো শিউলির কথা,
মোমের মত গলে পড়া টুপটাপ স্নেহর কথা,
অপার্থিব সমস্ত অনুভূতির কথা।
ভালোবাসার কথা।

মিলনোত্তর পুরুষ মগজ শুধু বোঝে ফ্যানের রেগুলেটরটা এক ঘাট বাড়িয়ে দিলে আর মুখের ওপর থেকে চুলফুল সরিয়ে নিলে ঘুমটা ভালো হত।

2 comments:

Unknown said...

স্যাটারডে রাতটা ভালোই কাটলো।

Unknown said...

স্যাটারডে রাতটা ভালোই কাটলো।