Thursday, October 16, 2014

পাঁচটি মৃদু গল্প

একদিন হয়েছে কি, সল্টেড বাদামের প্যাকেটটা সবে দাঁতে ছিঁড়ে; দু চার পিস বাদাম মুখে ঢেলেছি।  
আচমকা টের পেলাম আমি বাদাম দিয়ে দাঁত চেবাচ্ছি।

**
শুনুন না, আরেকটা ঘটনা। সেদিন মুড়িঘণ্ট দিয়ে আধথালা ভাত গিলে ল্যাজায় কামড় বসাতে যাব-অমনি পেট থেকে আওয়াজ এলো-   "ওরে, আগে পেটিটা পাঠা'।

**
কত মজার ঘটনা আছে। সেবার যেমন পুরী গিয়ে নিয়মিত পুরির গায়ে টমেটো পিউরি মাখিয়ে খাওয়া দাওয়া করা।

**

আর একটা বলি। প্লিজ। শুনুন না। সেদিন হয়েছে কি অফিসে টিফিনে পাউরুটি নিয়ে গেছি এদিকে মাখন লাগাতে গেছি ভুলে।  সোজা বসকে বললাম "দু চামচ ফেরত দিন দেখি"।

**
আরো আছে।কত সব অ্যাডভেঞ্চার। সাহারায় যেবার গেলাম সর্ষে নিয়ে। সঙ্গের উটবাবাজীটিকে রৌদ্রে ভাপা-ক্যাক্টাস খাওয়াতেই সে আমার কেনা ছাগল বনে গেল।

**

2 comments:

Soumya Mukherjee said...

Put a smile on my face, shokal shokal :')

Anonymous said...

mood-freshner....