Sunday, January 29, 2012

আকাশ ভরা সূর্য-তারা



রবীন্দ্রনাথেও Value-Add সম্ভব?
সম্ভব। দেবব্রত বিশ্বাসে।
আর দেবব্রত বিশ্বাসে value-add?
সম্ভব।
মুহূর্তে, অভিব্যক্তিতে, সুন্দরে, পাগলামিতে।
এক খাম খেয়ালী থিয়েটার কর্মীর পাহাড়ে আসা, এবং এই গানে পাহাড়ময় নিজেকে ছড়িয়ে দেওয়া।
ঋত্বিক-অনিল-দেবব্রত ছাড়া রবীন্দ্রনাথকে এতো ভীষণভাবে প্রকৃতিতে মিশে যেতে পারতেন? প্রশ্নটা ধৃষ্টতা হয়ে কানে ঠেকছে কী? স্বপক্ষের যুক্তি তে শুধু এই Expression গুলো বিকট ভাবে আলাদা করে সাজিয়ে দেওয়ার একটা হাস্যকর চেষ্টা করা যেতে পারে:
"জাগে আমার গান" - এমন ভাবে ছাড়া জেগে ওঠা যায়?




***

"অসীম কালের, এ হিল্লোলে...(জোয়ার ভাটায় জীবন দোলে)" এর চেয়েও অসীম কিছু হয় বুঝি
***
"নাড়ি তে মোর রক্ত ধারায়, লেগেছে তার টান.." এমন তীব্র টানের কথাই তো অনুভূত হওয়ার কথা, নয় কী?
***
"ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে" এত নরম ভাবে ঘাসের বুকে পা নেমে আসার স্বপ্ন, মুখে ফুটিয়ে তোলা সম্ভব?
***
বিস্ময়ে (তাই জাগে)” - মানুষের মুখের বিস্ময় এর চেয়ে স্পষ্ট ভাবে ক্যামেরায় কোনও দিনও বন্দী হয়েছে?
সমস্ত জমে থাকা কান্না কে বড় সহজে ডুকরে তোলে ছবির এই অংশটি, এক অদ্ভুত পরিশীলিত আনন্দের মধ্যে দিয়ে।
সম্পূর্ণ গান'য়ের ভিডিওটি এইখানে:



2 comments:

Diptakirti Chaudhuri said...

Bah! Screen-cap gulo khubi lagshoi hoyechhey.

Agey kokhono dekhini kintu eibar dekhlam subtitle-gulo khub bhalo!

Abhishek Mukherjee said...

মাইরি, মনটা অন্যরকম হয়ে গেল।