Saturday, January 21, 2012

মাসলোর উইকেণ্ড ফর্মুলা

উইকএন্ড কাকাটাইম টু আনওয়াইণ্ডহপ্তা ধরে ইস্তিরি হওয়ার পরে এই মওকা, শরীর-মনে একটু চেকনাই আনবারশনিবার দুপুর থেকেই একনিষ্ঠ ফোকাস, ফুর্তির মিটারে কোনও ফ্লাকচুয়েশন চলবে নাআগামী গোটা সপ্তাহের অক্সিজেন জোগাড় করে রাখতে হবেরবিবার রাত এসে সোমবারি-নার্ভাসনেস কলজে গ্রাস করবার আগে, Self-Actualize করতে হবে
সপ্তহান্তিক ফুর্তি কে তুরীয় করে তুলতে দরকার প্ল্যানিংপ্ল্যানিংয়ে দরকার যুক্তিপূর্ণ কাঠামো। কী ভাবে ধাপে ধাপে সাপ্তাহিক স্বর্গলাভ ঘটানো যাবে তার জন্যে দরকার Maslow-ভিত্ত্বিক পর্যালোচনা এবং Check-লিস্ট। জাতির স্বার্থে, দেশের স্বার্থে Maslow’s Hierarchy ভিত্ত্বিক Weekend Planning টা আমাকেই সারতে হলো

IIPM’এর যুগে এই ভূমিকটা অর্থহীন, তবুও বলতে হয় বলে বলি; মানুষের চাহিদার স্তর-বিন্যাস বোঝাতে ১৯৪৩ সালে এব্রাহ্যাম মাসলো সাহেব এই পিরামিড এঁকেছিলেন
এখন এই পিরামিডের স্তরে স্তরে সাজিয়ে তুলতে হবে আমাদের উইকেন্ড চাহিদাগুলো। এরকম একটা ইজিপ্শিও আকারে সমস্ত শনিবারিও চাহিদা এঁকে ফেলতে পারলেই আর উইকেণ্ডে গলদ ঢুকবে না।
এবার শুধু এক্সেকিউশন!

1 comment:

Abhishek Mukherjee said...

এটায় কমেন্ট পড়েনি দেখে অবাক হলাম। গোলা হয়েছে!