Sunday, July 24, 2022

আড়াইশো গ্রাম দুঃখ



দু-আড়াই'শো গ্রাম দুঃখ পকেটে নিয়ে দিব্যি ঘুরছিলাম৷ আশেপাশে শোরগোল শুনলেই পকেট খামচে ধরছি৷ নিরিবিলি পেলেই পকেট থেকে সেই ড্যালাটা বের করে পোষা খরগোশের মত হাত বুলোচ্ছি৷ টো-টো করে দিব্যি কাটছিল।

হঠাৎ কী খেয়াল হলো, গিয়ে পৌঁছলাম রেলস্টেশনে।
তারপর ফের কী হল, দেখলাম একটা ট্রেন হেলতেদুলতে এসে দাঁড়ালে। ফাঁকা কামরা দেখে টুপ করে উঠে বসলাম ট্রেনের জানালার পাশে৷ ফুরফুরে হাওয়ায় চোখ লেগে এলো।

ওই হল গিয়ে কাল!

ভদ্দরলোকের তুলতুলে ব্যথা-ব্যথা আমেজের ঘুম; ভগবানের সহ্য হবে কেন?

ওই। তারপর যা হয় আর কী৷

কোন এক ব্যাটা বেআক্কালে বেয়াদপ রাস্কেল,
আমার পকেট মেরে 
অমন বাইশ ক্যারাটের দুঃখ সাফ করে,
"এতেও-ভেসে-যাব-না-ভাইটি" ব্র‍্যান্ডের সল্টেড বাদাম রেখে সরে পড়েছে৷

এক্কেবারে রাহাজানি, আর কী৷ ধেত্তেরি৷

No comments: