Saturday, May 26, 2018

করব লড়ব। আর ইয়ে। জিতব।

~~করব~~

১। হপ্তায় একটা করে বই শেষ করব। নেহাত কাজের হুড়মুড় গেলে একটা টিনটিন ফিরতি পড়ে নেওয়া।
২। পার্ফেক্টলি লুচি বেলতে পারা; নিখুঁত, সম্ভাবনায় টইটুম্বুর।
৩। প্রতিটা বোমারু ঝগড়ার শেষে থাকবে "বেশ বেশ, এ'বার দু'জনায় লেবুজল খাই চলো"।
৪। অজস্র প্রেমের চিঠি লিখে ছিঁড়ে ফেলে শ্যামল মিত্তিরে শেল্টার।
৫। গল্প শোনা, মন দিয়ে। কারুর দুরন্ত দরদামে ঝিঙের দাম কমানোর গল্প, কারুর বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে ঘুষ দিয়ে নিজের জন্য একটা ছোটখাটো চাকরী জোগাড় করার গল্প, কারোর তোষকের নীচে চাপা দেওয়া মনখারাপের গল্প। গল্প, গুজব নয়। গল্প।

~~লড়ব~~

১। "ভয় পাস না, আমি আছি"গুলোকে চিনব। চিনবই। আর চেনাগুলোকে আঁকড়ে থাকব।
২। আব্রাকাডাব্রাকে 'মা, মা গো'র ক্যামোফ্লাজে ব্যবহার করে মুঠো শক্ত করব; বার বার।
৩। সঞ্জীবের বোরোলিনে ভিতরটা সুরভিত রাখব। রাখবই।
৪। ট্রেনের জানালার ব্যাপারে জমি ছাড়ব না কাউকে। নাহ্, পেয়াসার ওয়াহিদা রেহমানকেও নয়।
৫। নিজেকে নিয়ে ঠাট্টা প্র‍্যাক্টিস করব। টুথপিক নিয়ে আয়নায় খোঁচা দেব। জলবেলুন ছুঁড়ে মারব চৌবাচ্চায় ভেসে ওঠা ছায়ায়।

~~জিতব~~

১। বালিশের তলে থাকবে কুমার শানুর বলিউডি গানের লিরিক্সে সুলভ বই।
২। বায়োডেটাতে বাড়তি পাতা জুড়ব; লিস্ট অফ 'না পাওয়াস' আর লিস্ট অফ 'যা যা ক্ষমতায় কুলোবে না'।
৩। খবরের কাগজ রাখব অরিগ্যামি প্র‍্যাক্টিস করতে।
৪। নিজের সমস্ত ওপিনিওন থেকে ঠ্যাঁটামি ফিল্টার করে বাদ দিয়ে নিয়মিত নিজের কান মুলব।
৫। চিঠি লিখব।

No comments: