Monday, February 4, 2013

আব্বেয়ার

আব্বেয়ার!

কুল হও, ইংরেজিতে খিস্তি মেরে ভুত ভাগিয়ে দাও উও ভি সহি কিন্তু শালা-শূয়রের বাচ্চা হেঁকে ইজ্জতের শাকালু করে ফেলো না।

হিপ হও, প্রেমিকার কানে  “ উফ, সেক্সি বাটস”  বলে মূর্ছা যাও সেলাম পাবে, কিন্তু “তুমুল নিতম্ব” বলেছো কি সোজা হিল-জুতো-পেটা।

জ্যাজি হও। পাগলু নাচো আর শ্যামল মিত্তির ট্যাঁ-ফো করলেই জিজ্ঞেস করো স্যাঙস্ক্রিট শ্লোক নাকি ?
ইয়ো হও। ক্রঁসা’র ঢেঁকুর তুলে পুটী মাছের চচ্চড়ীতে ওয়াক তোলো।

ড্যাসিং হও। মনে রেখো -  পিতা ইজ ওল্ড ফুল আর গার্লফ্রেন্ড ইজ নির্ভুল; থাম্ব রুল অফ লাইফ।

রকিং হও । মনে রেখো বাংলা মিডিয়ামের মাল গুলো বেঢপ আনস্মার্ট আর ইংলিশ মিডিয়ামের প্রোডাক্ট হলো গিয়ের দেশের আর দশের ফিউচার।  

এবং সর্বপরি- মাইন্ড-ব্লোইয়িং হও। গ্রোথ রয়েছে পশ্চিম প্রদেশে-সায়েব দেশে, বাংলাতে শুধু সি-পি-এম,তৃনমূল ও ক্যাঁকড়া’র দল। 

1 comment:

Anonymous said...

বর্তমান ১৫-২৫ বঙ্গ সমাজের ছবি নির্ভুলভাবে আঁকা।