Monday, December 5, 2011

নব্য-বঙ্গ ব্যঙ্গ

গালাগাল, থুড়ি..তিরস্কার ক্রমশ বড় আলুনি হয়ে উঠছেকদিন ধরেই দেখছি শাপ-শাপান্ত বা বাপ-বাপান্ত করে তেমন লে হালুয়া গোছের ফুর্তি হচ্ছে নাতবে বাঙালির ব্রেন থাকতে খিস্তি...ইয়ে মানে...ভর্ত্‍সনার জন্যে নব্য ভাষা বা যুক্তির অভাব হবে, এ কেমন কথা? একটা জটিল যোগ-মন্ত্র মনে মনে আউড়ে নিয়ে, মনসংযোগ সুদৃঢ় করে এগিয়ে এলাম, আধুনিক এবং সদ্য-আবিষ্কৃত কিছু ভেলকিময় হুমকি লিপিবদ্ধ করতে
১. অকর্মণ্য : “পার্লামেন্ট কোথাকার” (ডেমোক্রেসি ভিত্তিক)

২. সর্বনাশ হোক: “গ্রুপ বি তে গিয়ে পচ শালা” (ইউরো১২ ভিত্তিক)
৩. মোটা: “সরকারি ফাইল কোথাকার” (অনলি ইন-নেভার আউট ভিত্তিক)
৪. ঘুম নষ্ট হোক: “তোর পিছনে আন্না লাগুক” (নিউ-এজ সত্যাগ্রহ ভিত্তিক)
৫. ন্যাকা: “আস্ত অ্যান্টি-কোলাভেরী” (ইউ-টিউব ভিত্তিক)
৬. বিপদে পড়ুক: “পেটে শ্রীসান্থ ঢুকে যাক” (ষণ্ড-নৃত্য ভিত্তিক)
৭. সারমেয় লাঙ্গুল (ইয়ে..মানে কুত্তার লেজ-সম ব্যক্তি) : “শালা ইনফ্লেসন কোথাকার” (মূল্যবৃদ্ধি ভিত্তিক)
৮. অকাজের লোক: “ব্যাটা অর্কুট” (সোশ্যাল-মিডিয়া ভিত্তিক)
৯. অলস: “পুরো কফি-হাউস” (কোলকাতা ভিত্তিক)
১০. ও মরুক গে, আমার কী!: “বি-জে-পির হয়ে কলকাতায় ভোটে লড়ুক গে আমার কী!” (রিয়ালিটি ভিত্তিক)
১১. অপয়া: “ওরে সচিনের ৯৯ সেঞ্চুরি” (খুড়োর কল ভিত্তিক)
১২. বাঁদরের গলায় মুক্ত-হার : “বিদ্যা বালানের কোলে তুষার কাপুর” (নোংরা-ছবি ভিত্তিক)
১৩. তোকে দিয়ে কিছু হবে না: “করবি,লড়বি, জিতবি রে, করবি, লড়বি রে..” (কে কে আর ভিত্তিক)
১৪. গুলতানী মারা বন্ধ কর : “ইন্ডিয়া-টিভিগিরি বন্ধ কর” (মিডিয়া ভিত্তিক)
১৫. অকর্মার ঢেঁকি: “ফুলকপির বিরিয়ানী” (বমি-আগমন ভিত্তিক)
১৬. অসম্ভব ঘটনা : “সলমন খানের জামা” (দাবাঙ্গ ভিত্তিক)
১৭. সন্দেহ-জনক: “কিরণ বেদীর প্লেনের টিকিট” (NGO ভিত্তিক)
১৮. তোর মুখে ছাই পড়ুক : “তোর মুখে জল মেশানো বিয়ার পড়ুক”
১৯. ভন্ড: “শারদ পাওয়ারের গাল” (থাপ্পড় টের না পাওয়া ভিত্তিক)
২০. জুতো মেরে গরু-দান : “ আন-ফলো করে রি-টুইট করা” (টুইটার ভিত্তিক)

1 comment:

Gablu said...

চন্দ্রিলের লেখা পড়ার আর সৌভাগ্য হয় না। তুমি অনেকটাই অভাব পূরণ করছ। চালিয়ে যাও। আরও লেখ এরকম। সারাদিনের সব ক্লান্তি চলে যায়; অতিরঞ্জিত করে বলছি না। :)