পুরুষ-প্রসাধনের মত সহজ ব্যাপার এ পৃথিবীতে বিরল
। সেই সহজাত সহজ হিসেব-কিতেব কে জমজমাট সাজিয়ে তলে লচ্ছমন সিং’এর (লচ্ছমন , লক্ষণ বা লক্সমন নয়) এই গ্র্যান্ড ইটালিয়ান সেলুন। বস্তুত একটি বাজারের থলি হাতে ঘুরে বেড়ান এই প্রোলিতারিয়েত ‘হাবিব’। থলির সম্পদ নামিয়ে যে কোনও জায়গায় বসে যায় এই বিহারী যুবকের পথের পুরুষ-পার্লার।
এক বোতল জল, একটি ক্ষুর,একটা চিরুনি, দুটি কাঁচি, একটি গামছা, একটা সেভিং ক্রীমের টিউব, একটা সেভিং ব্রাশ, একটা স্টীলের তোবড়ানো বাটি এবং একটি আধ-ভাঙ্গা ফিটকিরি। এই সরল আসবাব সাজিয়ে যত্র-তত্র বসে যায় লচ্ছমনের দ্য গ্রেট বিহার সেলুন। লছ্মন জানালে যে চুল কাটতে সে নেয় ৭ টাকা, দাঁড়ি কামাতে ৪ টাকা এবং চুল-দাঁড়ি এক সাথে ছাঁটালে শুধু দু টাকার ছাড় পাওয়া যাবে তাই নয়, পাঁচ মিনিট মালিশ’ও ফ্রী। এমন লোভনীয় অফার ফেলে যদি আপনি নামজাদা সেলুনে চুল-দাঁড়ি’র সঙ্গে পকেটটিও কাটাতে ঢোকেন তাহলে বলতেই হয় আপনি নিতান্তই একটা ইয়ে। আর হ্যাঁ, নিশ্চিত ভাবেই বলা যায়, যে পুরুষ-প্রসাধনী সেলুনে যদি FDI’এর অনুপ্রবেশও কোনদিন ঘটে, লচ্ছমনের ব্যবসা টলানো অসম্ভব।
পুনশ্চ: এই ছবিটি বিহারের বেগুসরাই জেলার সীমারিয়া-অর্ধ কুম্ভ মেলা’তে (২০১১) তোলা।
Comments
অত্যন্ত উন্নত মানের লেখা; ছোট দুটি paragraph এর মধ্যে অনেক গভীর কথা ঢেলে দিয়েছেন। আপনি পারেন বটে...সত্যি ঈর্ষা করি :)