Friday, November 11, 2011

শাহরুখ যদি


শাহরুখবাবু বাংলা প্রমোট করবেনভালো কথা
ব-ব-ব-ব-বাংলাআ-আ-আআ!” বলে নাইট-রাইডার্স অধিপতি দুলে উঠবেন, পশ্চিম বাংলা ঢেকুর তুলে গলা মেলাবেশাহরুখ ভক্ত হিসেবে আহ্লাদ কোথায় রাখিতবে রা.ওয়ান বলেই নাচবো আর বাংলা তুলে আ মরি আ মরিকরবো না, তা তো হয় না।
অতএব শাহরুখ বাবু, কয়েকটি ব্যক্তিগত মারপ্যাঁচে আপনার অভ্যস্ত হতে হবে, যদি না আপনি হিন্দ-মোটর ঘটিত এমবাসেডারের মত বঙ্গ-মানসে বাংলা-এমবাসেডার হয়ে মুখ থুবড়ে পড়তে না চান। কি কি এডজাষ্টমেন্ট করতে হবে আপনাকে? টুকে নিন:
১. কোলকাতা উচ্চারণ শিখুন স্যার। তুরন্ত!

২. সৌরভ বিনা নাইট-রাইডার্স আর পশ্চিম বিনা বাংলা একই কথা। পশ্চিম বাংলা বলে নাচুনি চালাবেন আর সৌরভ পুষবেন না, এসব চলবে না। মনে রাখুন, দাদা-ছাড়া ইডেন আর ঠাকরে-ছাড়া মুম্বই, একই ব্যাপার।
. লেনিন পড়ুন। মা-মাটি-মানুষ আবৃত্তি প্র্যাকটিস করুনতোতলামি বাদ দিয়ে
৪. মিষ্টি দই বা রসগোল্লা ভালো খান, এরকম প্রেস-বিবৃতি এখনো পাইনি। চটপট দিয়ে ফেলুন
৫. প্লিজ দাদা, ওই করবো-লড়বো মাফিক হেরো-গানটা এবার বাদ দিন। জাতীয়-স্তরে তো আর ইজ্জত রইল না
৬. কথায় কথায় উড়ন্ত-চুমু ভাসিয়ে দেওয়াটা বন্ধ করুন। আমরা মশাই ইণ্টেলেকচুয়াল জাতি, নেকু নয়। প্লিজ টেক কেয়ার।
৭. বাংলা সিনেমায় টুকটাক ভেসে উঠুন। আমাদের গরীব-গুর্বো টালিগঞ্জে টু-পাইস আসুক
৮.আসছে বছর দুর্গা-পুজোয় ম্যাডক্স-স্কোয়ারে ধুনুচি নেচে নিজের সেমি-বাঙ্গালিত্ব উদ্বোধন করুন।
৯. দৈনিক একটি কিমন আছো কলকত্তাগোছের টুইট-ঠুইট করতে যাবেন না, এন্তার প্যাঁক খেতে হবে।
১০. অবশ্যই, অবশ্যই মনে রাখবেন: “বাংলা Pepsi নহে”

(ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত, সত্ত্ব-আপত্তি জানালে চটপট সরিয়ে নেওয়া হবে)

2 comments:

Suhel Banerjee said...

Since I am not being able to exactly pinpoint the sarcasm in the post, though I can feel the weight of it throughout, I will say 'well written' and maybe even ask Sir to take note. But will take all of this back the moment I figure out the sarcasm!

Abhishek Mukherjee said...

তুমি কে জানিনা মামা, কিন্তু মালটা জাস্ট হেবি ছেড়েছ!