(দু'দিন আগের লেখা)
আজ সামান্য মিষ্টি কম খাওয়ার ইচ্ছে ছিল। আফটার অল, ডিসিপ্লিনই সব। হেলথ ইজ ওয়েলথ, ইত্যাদি। সকাল পৌনে ন'টা পর্যন্ত চোয়াল শক্ত ছিলো।
এরপর।
সোয়া দশটা নাগাদ এক সহকর্মী প্লাম কেকের বাক্স খুললেন।
পৌনে এগারোটার সময় আরেক সহকর্মী, যিনি সদ্য কলকাতা ঘুরে এসেছেন, প্লেটে দুটো নলেন সন্দেশ সাজিয়ে দিলেন।
এইমাত্র অন্য আর একজন সহকর্মীর জন্মদিনের কেক কাটা হলো।
ঈশ্বরের ইচ্ছে নেই আমায় অমিষ্টতে অনিষ্ট করার। অতএব যাবতীয় সুন্দরে গা ভাসিয়ে দেওয়া ছাড়া আমার গতি নেই।
No comments:
Post a Comment