বন্ধুরাই সর্বনাশের কারণ। আমার যাবতীয় বদগুণের উত্স হল আমারই কোনও এক প্রাণের বন্ধু। অতএব একটি বন্ধুও যদি আমার না থাকত, তাহলে আমার মধ্যে ভেজা তুলসী পাতার চেয়েও বেশি ক্লোরোফিল থাকতো।
বন্ধুরা এতদিনে কি কি সর্বনাশা অভ্যাস আমার মধ্যে ইনজেক্ট করেছে?
- হ্যাংলা হাঙরের মত খাওয়া
- বিকট হাসি
- চিত্কার
-মারামারি,হাতাহাতি
- মেয়ে পরিমাপ করা
- পরীক্ষার হলে চোতা বিদ্যা
- সিগারেট
- রাত জাগা আড্ডা
- আঁত্লামো
- গালাগালির শ্রেণীবিন্যাস
- তর্ক
- পানুলিপি/পানুচিত্র/পানুচলচিত্র
- ঝগড়া
- হূইস্কি
- আলস্য
এবং
- স্নেহ, অপত্য স্নেহ, শর্তহীন-ভরসা-মাখানো,জান-প্রাণ-পণ রাখা স্নেহ।
শালাগুলো না থাকলে হয়তো আমারই থাকা হতো না।
Comments