Thursday, August 2, 2012

অথ কোলকাতা কড়চা-ক্যাওড়া

কোলকাতা সম্বন্ধিও যত আলপটকা ট্যুইটের ব্লগীও সংকলন। ক্রমশ আপডেটিতো হতে থাকবে, এমনটিই আশা  "ধর্মতলায় ধর্ম ও রবীন্দ্রসদনে দাঁড়ি: খুঁজবেন না"

"কফি হাউসের কফি খারাপ এবং হাউস পুরনো। এছাড়া সব কিছু ঠিকঠাক"

"জামা-ভেজা ঘাম ও হ্যান্ডেলে ঝুলন্ত আধ-ঘুম : মিনিবাস বেমালুম"

"বিনে শ্যামবাজারের পাঁচ মাথা , কল্কে পাবেনি কোলকেতা"

"ট্রামের গতি আর গড়িয়ায় ট্র্যাফিকের মতি: কখনো ভরসা যোগ্য নয়"

"ভিক্টোরিয়ার ছাদে মশারি টাঙ্গানো চলে না"

"আলতো চুমু নন্দন, ফষ্টি-খেলা নলবন"

"ট্র্যাফিকে-পুকুরে, ক্লাবেতে-দুপুরে: রবীন্দ্রনাথই হলেন আদত 'চলমান অশরীরী' ”

No comments: