Friday, August 21, 2009

ORKUT O Chomchom



অর্কুট'এর যাবতীয় প্যানপ্যানানির মধ্যে সব থেকে delicate ব্যাপারটি হলো Today's Fortune| সাংঘাতিক সাংঘাতিক সব Notification ঝোলে রোজ| কোনো দিন বলে দেদার টাকা গঙ্গা'য় যাবে, কখনো বলে সমস্ত চালাকি ধরা পরে যাবে আবার কখনো বলে Practice Patience রে ব্যাটা ফড়িং, নয়তো গোল্লায় যাবে জিন্দেগী!

আচমকা আজ দেখলুম এক "রে পাগলা" মার্কা Today's Fortune| বলে কিনা "Why don't you send a scrap today to someone you haven't spoken to in years?" Inspired হয়ে পড়লুম, বুঝলেন? বিস্তর research করলাম, করে বার করলাম School'এর এক বিচ্ছু class-mate'এর নাম! ভালো নাম ছিল অমৃতেন্দু, ডাক নাম চমচম! দারুন carrom খেলতো, আর দুর্দান্ত ছিল ক্যাকুলাসে| আমাদের গলায়-গলায় দোস্তি establish হয়েছিল এক সময় স্রেফ ফুচকা খাওয়ার foundation'এর ওপর ভিত্তি করে | শেষ কথা 6 বছর আগে|

আমার অর্কুটিও Friend List'এ সে ছিল না! Search করলাম অমৃতেন্দু গাঙ্গুলী বলে, এবং ব্যাটা'কে পেয়েও গেলাম! Immediate scrap; Phone number সহ ! আধ ঘন্টা'র মধ্যে মোবাইল'এ তরাং করে চমচম'এর হুংকার:

" কি রে শালা, বেঁচে আছিস এখনো?"

তারপর দুমাদুম কথা, এদিক ওদিক কত কি! বান্ধবী, সিগারেট, ফুটবল'এ Fracture হওয়া মালাইচাকি যাবতীয় প্রসঙ্গ ছুয়ে মোক্ষম প্রশ্ন করলাম চমচম'কে " তা তুই এখন কি করছিস? কোথায় আছিস?"

চমচম জানালে যে সে অমুক কোম্পানি তে আছে, বিহার'এর এক ছোট্ট সহরে বাস করছে ৬ মাস হলো, আছে কোম্পানি;র দেওয়া quarter'এ | স্তব্ধ হয়ে আবিষ্কার করলাম চমচম আর আমি একই কোম্পানি তে চাকরি করছি, আর গত ছমাস ধরে আমরা একই Flat'e বাস করছি| চমচম থাকে এক তলা'য়, আর আমি ঠিক ওর ওপর'এ দুই'তলার flat'টি তে আছি! গত ৬ মাস ধরে |

হে পৃথিবী!

No comments: