Monday, February 1, 2021

বাজেটের ব্যাপারস্যাপার


- শোনো বউ!

- বলে ফেলো।

- শুনতেই হবে কিন্তু।

- কান তো আর বন্ধ করে রাখার উপায় নেই৷ 

- একটা প্রপোজাল ছিল।

- শুনি৷

- প্রপোজালটা এক্সেপ্ট করতেই হবে কিন্ত।

- ঈশ্বর তো নই যে ডিসপোজ করব।

- আজ তোমারও স্যালারি ঢুকল৷ আমারও। 

- তা'তে কী?

- মাইনে পাওয়ার দিন আমরা মাসকাবারি সেরে বাড়ি ফিরি৷ সে'টাই ট্র‍্যাডিশন৷ তাই না?

- বীটিং আরাউন্ড দ্য বুশ? বলো প্রপোজালটা কী।

- বলছিলাম যে, আজ মাসকাবারিটা ড্রপ করে যদি..।

- যদি?

- অমন টেঁটিয়া সুরে 'যদি' বললেই আমি নার্ভাস হয়ে যাই বউ৷ 

- মাসকাবারি ড্রপ করে? কী?

- একট ট্যাক্সি নিয়ে সোজা পার্ক স্ট্রিট৷ সে'খানে মোকাম্বোয় বসে কবজি ডুবিয়ে দেব৷ পাশাপাশি একটু গলা ভিজিয়ে নেওয়া, সামান্য ঢুলুঢুলু৷ বুঝছ তো।

- খুব বুঝছি৷ ডেভিলড ক্র‍্যাব৷ স্টেক৷ সিজলার৷ টুটিফ্রুটি। স্ক্রুড্রাইভার৷ মোহিতো।

- তোমার তুলনা নেই বউ। মেনুটা তা'হলে ফাইনাল৷ আর তারপর মোকাম্বো টু বাড়ি ফেরাও তা'হলে ট্যাক্সিতেই৷ 

- বেশ৷ দু'রাউন্ড ট্যাক্সি, হাইক্লাস খাবারদাবার, ককটেল। সব মিলে অন্তত তিন হাজার।

- তিন?

- মিনিমাম। এ'দিক এ'মাসে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে হবে।

- মাইল্ড কেলো।

- বাবার টেস্টগুলোও এ'মাসে না করালেই নয়..।

- স্লাইটলি মেজর কেলো।

- গত মাসে মাইক্রোওয়েভ কেনা হল৷ বাড়ল আর একটা ইএমআই।

- সিগনিফিক্যান্টলি মেজর কেলো৷

- অতএব?

- শালার বাজেট না তেলের বাঁশ৷ দু'পা রেভিনিউতে উঠি, সাত পা এক্সপেন্সে নামি৷ 

- তা বর, ট্যাক্সি ডাকি?

- ট্যাক্সি, মোকম্বো৷ তারপর বাজেট ডেফিসিটে অক্কা যাই আর কী৷

- অতএব? 

- ওই৷ আমাদের ডেস্টিনি৷ বাবুঘাট মিনি৷ তারপর লঞ্চ৷ তারপর ট্রেন৷ আর তারপর মুদীর দোকনে ফর্দ সাবমিশন। 

- শোনো৷ মাসকাবারি ফর্দে আজ কয়েকটা আইটেম যোগ করি বরং৷ তবে সে'সব আইটেম তুমি মুদীর দোকানে পাবে না৷

- কী জিনিস বউ?

- ভডকা। অরেঞ্জ জুস৷ ককটেল হম বানায়েগা। মুর্গিটা বরং তুমি ভেজো। আর টুটিফ্রুটির বদলে বাড়িতে পাটালি আছে৷ ফ্রেশ।

- ভডকা? আর এ মাসের বাজেট ডেফিসিট?

- ইকনমিক সার্ভে বলছে ভডকায় ঝিমুতে ঝিমুতে শীতের রাতে টোনাটুনির ঢলাঢলি করে ছাতে ওঠাটা হল জরুরী ইনসেন্টিভ প্যাকেজ৷

- তোমার তুলনা নেই বউ৷  

- বলছ?

- কলেজে আমার সঙ্গে প্রেম করে বখে না গেলে তুমি ধুরন্ধর পলিটিশিয়ান হতে৷ নির্ঘাৎ৷

No comments: