Wednesday, September 24, 2014

প্রেম করবি?


প্রথম পর্ব

-প্রেম করবি ?
-একটা থাপ্পড় মারবো।
-ওকে ছাড়...ঘুগনি খাওয়াবি?
-হোয়াট দ্য...!! ঘুগনি খাওয়ালে তোর আর আমার প্রেমের দরকার হবে না?
-মদ খাই না। আমি ঘুগনি-দেবদাস।

দ্বিতীয় পর্ব

-প্রেম করবি ?
-এবার কিন্তু সত্যিই মেজদাকে বলে দেব।
-ছাড়। বরং এগরোল খাইয়ে দিস।
-তাহলেই তুই খুশি?
-অন্তত এগরোলে লংকাটা অপশনাল

তৃতীয় পর্ব

-প্রেম করবি?
-তুই ঠিক অসভ্য না। নির্লজ্জ। বেহায়া। ভাগ এখন।
-ডালমুট খাওয়া তাহলে।
-কেন?
-প্রেমছুট আর ডালমুটে বেশ ছন্দ মিলবে

চতুর্থ পর্ব

-প্রেম করবি?
-উফফফফফফফফফ...
-চীনেবাদাম কিনে দে...
-কেন? তুই বাদাম-দেবদাস হলি নাকি?
-না। আমি বিউটিফুলি খোসা ছাড়িয়ে দেব তোর জন্যে।

পঞ্চম পর্ব

-প্রেম করবি?
-তুই পাল্টাবি না। তাই না?
-বেগুনীই যথেষ্ট আজ
-বেগুনী? যথেষ্ট?
-সে ডুবো তেলে ভাজা। আমি ডুবো প্রেমে।

খতম পর্ব

-প্রেম করবি?
-যদি না বলি?
-চপের দোকান দেব। ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেব।
-আমায় হেল্পার করে রাখবি?

2 comments:

SUIRAUQA said...

খতম পর্ব? আই স্ট্রংলি বেগ টু ডিফার। এটাই তো প্রারম্ভিক পর্ব। ওরা ভাল থাকুক, সুখে থাকুক।

Aniruddha said...

"মদ খাই না। আমি ঘুগনি-দেবদাস।" - Just jaata!!! Mama chaliye jao..
Ajke saradine office e kono kaj e holo na. Amar ek hotocchara bondhu ei site er link pathalo... Byas...