Wednesday, September 24, 2014

প্রেম করবি?


প্রথম পর্ব

-প্রেম করবি ?
-একটা থাপ্পড় মারবো।
-ওকে ছাড়...ঘুগনি খাওয়াবি?
-হোয়াট দ্য...!! ঘুগনি খাওয়ালে তোর আর আমার প্রেমের দরকার হবে না?
-মদ খাই না। আমি ঘুগনি-দেবদাস।

দ্বিতীয় পর্ব

-প্রেম করবি ?
-এবার কিন্তু সত্যিই মেজদাকে বলে দেব।
-ছাড়। বরং এগরোল খাইয়ে দিস।
-তাহলেই তুই খুশি?
-অন্তত এগরোলে লংকাটা অপশনাল

তৃতীয় পর্ব

-প্রেম করবি?
-তুই ঠিক অসভ্য না। নির্লজ্জ। বেহায়া। ভাগ এখন।
-ডালমুট খাওয়া তাহলে।
-কেন?
-প্রেমছুট আর ডালমুটে বেশ ছন্দ মিলবে

চতুর্থ পর্ব

-প্রেম করবি?
-উফফফফফফফফফ...
-চীনেবাদাম কিনে দে...
-কেন? তুই বাদাম-দেবদাস হলি নাকি?
-না। আমি বিউটিফুলি খোসা ছাড়িয়ে দেব তোর জন্যে।

পঞ্চম পর্ব

-প্রেম করবি?
-তুই পাল্টাবি না। তাই না?
-বেগুনীই যথেষ্ট আজ
-বেগুনী? যথেষ্ট?
-সে ডুবো তেলে ভাজা। আমি ডুবো প্রেমে।

খতম পর্ব

-প্রেম করবি?
-যদি না বলি?
-চপের দোকান দেব। ইঞ্জিনিয়ারিং ছেড়ে দেব।
-আমায় হেল্পার করে রাখবি?

2 comments:

SUIRAUQA said...

খতম পর্ব? আই স্ট্রংলি বেগ টু ডিফার। এটাই তো প্রারম্ভিক পর্ব। ওরা ভাল থাকুক, সুখে থাকুক।

Aniruddha said...

"মদ খাই না। আমি ঘুগনি-দেবদাস।" - Just jaata!!! Mama chaliye jao..
Ajke saradine office e kono kaj e holo na. Amar ek hotocchara bondhu ei site er link pathalo... Byas...

ধপাস

সাঁইসাঁই। সাঁইসাঁই। সাঁইসাঁই। পড়ছি তো পড়ছিই। পড়ছি তো পড়ছিই। পড়ছি তো পড়ছিই। পড়ছি তো পড়ছিই। বহুক্ষণ পর আমার পড়া একটা প্রবল 'ধপ...