Skip to main content

Baatik Bangali O Delhi



Kichhu manush achhen jaara bhuru knuchke,naak nachiye dibbi jibon guchhiye beriye gelen. Baatik-Birokti chhoriye, public'er sozhyo shokti'r opor istiri chaliye era dapot'e prithibi shashon kore jaan!

Eraa ek-ek jon Genetic Chamok!

Taraa din'e 4 baar dnaat brush koren,
Aam 2.5 ghonta jol'e chubiye khaan carbide dhuye felte,
Daari-waala manush dekhle kidnapper thauraan ,
Train'e-Bus'e sahojaatri beshi jayga nichhe bhebe nirlipto gaal thoken
Muscle dekhle steroid bhaaben
Australian maatro Chapell bole aantke othen,
Sahokormi promotion pele tel-baaj haaken,
Fuckhka khaoar aage Gelusil kenen..

Emon maanush era!

Emoni ekjon amaader para'r BotkuDaa. BotukDaa kichhudin aage Delhi ghure gelen.Aashar aager Din phone korlen;
"Agaami kaal pouchhochhi Delhi. Station e chole aschhis, train 11'tay....tui 10'tay chole ashish, bola jaay na..train jodi early in kore?"

Eheno Botukda jakhon Baksho-Pyatra somet train theke naamlen, aami "Coolie" bole hnaak perechhi aar omni BotukDa aantke uthe aamar jama khaamchhe dhorlen..
-" Korchhis ki? Bhaddorlok'e coolie daak'e? Luggage niye shotke porel ke dekhbe suni?"

Ei bole amaaer knaadh'e bhari suit-case gochhiye nije Santiniketoni bag niye hnaat'te laagalen. Jei na Auto-Rickshaw dhorbo bole edik-odik dekhchhi omni abaar Botkudaa'r red alert
-" Paagol naaki? Majhpothe revolver dekhiye loot korle ki korbo? Auto-Driver der bhorosha korechhi ki morechho..Bus Stand chol..."

Bus e uthei dekhlum BotkuDa jaro-sharo hoye boshe..edik odik emon bhaabe takiye jeno ei juddho suru hobe! Ki byapar?
"Arrey boka, Bus bhari khaanja jayga...tui bujhte parchhis na..asole kintu pocket-maar gijgij korchhe".

Eheno BotkuDa'ke Delhi ghorano ki chatti-khaani kotha?Kichhutei se Parliament House ba rashtrapati Bhaban mukho holo na..keno?
" Arrey baba, aajkal RDX to kholam-khuchi! Achomka uriye dile?" Mokkhom jukti!

Kono-rakom'e bhujung bhajung diye India Gate niye gelum! Emon bhabe dyab-dyab kore cheye roilo Botkudaa India Gate'er dike...bhablam bodh hoy impressed hoyechhe. Bollam " Kirokom dekhchho?"

Uttor elo:
"Ki dekhchhi janis? Bishaal chushi-kaathi, Gigantic lollypop"

Ghabre giye jaante chailum "Keno?"

Ek gaal heshe BotkuDa bollo:

" Arrey desh ta gobet'e bhora..saheb'ra amaader thengiye nijeder swarthe Juddho korte pathale...consequenty aamader Desh'er manush jon goru-gaadha'r moto nikesh holo..Sahebra juddho-joy korlen...aamra ulu-khagra'ra ki pelum?Consolation Prize..Ki emon India Gate-India Gate kore naachis ga? Chho-Chho..Er cheye aamader Chandannagor'er Jagoddhatri Pujo Pandel dher bhalo...bujhli?Neh..ebaar alpo thanda dekhe ice-cream khaoa"!!

Comments

Anonymous said…
jst ravishinggggg
Saurabh Roy said…
Does this character botukda actualy exists, and did these things actually happen..god what a condition it must have been..ae shon ekta baatik grosto tor aache kaache o thake..oke ye blog ta interpret kore shonabi kintu..
www.QuiQinQ.com said…
darun laglo. by the way eaai botukda bhari interesting manush bodhoy!!

Popular posts from this blog

গোয়েন্দা গল্প

- কিছু মনে করবেন না মিস্টার দত্ত...আপনার কথাবার্তাগুলো আর কিছুতেই সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না।  - কেন? কেন বলুন তো ইন্সপেক্টর? - ভোররাতে এই থানা থেকে একশো ফুট দূরত্বে ফুটপাথে আপনাকে উপুড় হয়ে শুয়ে থাকতে দেখা যায়।  - আপনার কনস্টেবল নিজের চোখে দেখেছে তো।  - না না, সে'টাকে আমি কোশ্চেন করছি না। আমি শুধু সামারাইজ করছি। আপনার গায়ে দামী চিকনের পাঞ্জাবী, ঘড়িটার ডায়ালও সোনার হলে অবাক হব না। এ'রকম কাউকে বড় একটা ফুটপাথে পড়ে থাকতে দেখা যায় না। যা হোক। হরিমোহন কনস্টেবলের কাঁধে ভর দিয়ে আপনি থানায় এলেন। জলটল খেয়ে সামান্য সুস্থ বোধ করলেন। অল ইজ ওয়েল। নিঃশ্বাসে অ্যালকোহলের সামান্যতম ট্রেসও নেই। শরীরে নেই কোনও চোট আঘাত।  - আমার কথা আমায় বলে কী লাভ হচ্ছে? আমি যে জরুরী ব্যাপারটা জানাতে মাঝরাতে ছুটে এসেছিলাম...সেই ব্যাপারটা দেখুন...। ব্যাপারটা আর্জেন্ট ইন্সপেক্টর মিশ্র।  - আর্জেন্সিতে পরে আসছি। রাত সাড়ে তিনটে নাগাদ আপনি থানায় ছুটে এসেছিলেন। ওয়েল অ্যান্ড গুড। কিন্তু...ফুটপাথে পড়ে রইলেন কেন...।  - এ'টাই, এ'টাই আমি ঠিক নিশ্চিত নই। মাথাটাথা ঘুরে গেছিল হয়ত। আফটার অল বা

পকেটমার রবীন্দ্রনাথ

১ । চাপা উত্তেজনায় রবীন্দ্রনাথের ভিতরটা এক্কেবারে ছটফট করছিল । তার হাতে ঝোলানো কালো পলিথিনের প্যাকেটে যে ' টা আছে , সে ' টা ভেবেই নোলা ছুকছাক আর বুক ধড়ফড় । এমনিতে আলুথালু গতিতে সে হেঁটে অভ্যস্ত । তাড়াহুড়ো তার ধাতে সয় না মোটে । কিন্তু আজ ব্যাপারটা আলাদা । সে মাংস নিয়ে ফিরছে । হোক না মোটে আড়াই ' শ গ্রাম , তবু , কচি পাঁঠা বলে কথা । সহৃদয় আলম মিয়াঁ উপরি এক টুকরো মেটেও দিয়ে দিয়েছে । তোফা ! নিজের লম্বা দাড়ি দুলিয়ে ডবল গতিতে পা চালিয়ে সে এগোচ্ছিল ।   গলির মোড়ের দিকে এসে পৌঁছতে রবীন্দ্রনাথের কেমন যেন একটু সন্দেহ হল । ঠিক যেন কেউ পিছু নিয়েছে । দু ' একবার ঘাড় ঘুরিয়েও অবশ্য কাউকে দেখা গেলনা । ভাবনা ঝেড়ে ফেলে মাংসের পাকেটটায় মন ফিরিয়ে আনলেন রবীন্দ্রনাথ । বৌ নিশ্চয়ই খুব খুশি হবে আজ । খোকাটাকে যে কদ্দিন মাংসের ঝোল খাওয়ানো হয়নি ।   খাসির রান্নার গন্ধ ভেবে বড় গান পাচ্ছিল রবীন্দ্রনাথের । সে বাধ্য হয়েই একটা কুমার শানুর গাওয়া আশিকি সিনেমার গান ধরলে ।

চ্যাটার্জীবাবুর শেষ ইচ্ছে

- মিস্টার চ্যাটার্জী...। - কে? - আমার নাম বিনোদ। - আমি তো আপনাকে ঠিক...। - আমায় বস পাঠিয়েছেন। - ওহ, মিস্টার চৌধুরী আপনাকে...। - বসের নামটাম নেওয়ার তো কোনও দরকার নেই। কাজ নিয়ে এসেছি। কাজ করে চলে যাব। - আসুন, ভিতরে আসুন। - আমি ভিতরে গিয়ে কী করব বলুন। সৌজন্যের তো আর তেমন প্রয়োজন নেই। আপনি চলুন আমার সঙ্গে। চটপট কাজ মিটে গেলে পৌনে এগারোটার লোকালটা পেয়ে যাব। আমায় আবার সেই সোনারপুর ফিরতে হবে। - যা করার তা কি এ'খানেই সেরে ফেলা যায়না? - এমন কনজেস্টেড এলাকায় ও'সব কাজ করা চলেনা। চুপচাপ ব্যাপারটা সেরে ফেলতে হবে। - প্লীজ দু'মিনিটের জন্য ভিতরে আসুন বিনোদবাবু। জামাটা অন্তত পালটে নিই। - কী দরকার বলুন জামা পালটে। - দরকার তেমন নেই। তবু। ওই, লাস্ট উইশ ধরে নিন। - ক্যুইক প্লীজ। ট্রেন ধরার তাড়াটা ভুলে যাবেন না। আর ইয়ে, পিছন দিক দিয়ে পালাতে চেষ্টা করে লাভ নেই। বসের লোকজন চারপাশে ছড়িয়ে আছে। - ও মা, ছি ছি। তা নয়। আসলে মিতুলের দেওয়া একটা জামা এখনও ভাঙা হয়নি। বাটিক প্রিন্টের হাফশার্ট। একটু ব্রাইট কালার কিন্তু বেশ একটা ইয়ে আছে। ও চলে যাওয়ার পর ও জামার ভাজ ভাঙতে ইচ্ছে হয়নি। কিন্তু...আজ না হয়...। - মিতু