আর চিন্তা নেই।
বাঙালিকে আর রোখা যাবে না।
আর সামান্য (সম্ভবত কিঞ্চিত গোলমেলে ) কবিতা ছাপাবার জন্যে সম্পাদককে তোল্লাই দিতে
হবে না।
আর প্রেমে লটরপটর হয়ে ডায়েরি লিখে প্রাণপাত করতে হবে না।
পলিটিক্স কে পাবলিক-জন্ডিস বলে গাল দেওয়ার জন্য আর “প্রিয় সম্পাদক” বলে আনন্দবাজারের
ঠ্যাং ধরতে হবে না।
কেন ? হোয়াই?
বাঙালি ব্লগিং শিখে গ্যাছে যে। ঘ্যাচাং ঘ্যাচাং
করে শাণিত তলোয়ারের মত “পোস্ট”-সমূহ জনতার ইন্টেলেক্ট এসপার-ওসপার করে দেবে; হাতে-গরম গায়ে-কাঁটা। বাঙালি মননের নব্য
জিস্পট ; ব্লগ-স্পট।
কে বলে যে বাঙালি ব্রিগেডে বুক্তুনি দিয়ে আর ফুটবল মাঠে খেউড় করে খতম হয়ে গ্যাছে ? কে বলে যে বাঙালির ঘিলু কফি
হাউসে ভাত ঘুমে মগ্ন ?
বাঙালিকে একবার
ব্লগখোর হতে দিন, সমস্ত অভিযোগ ভ্যানিশ হয়ে যাবে।
পোপ থেকে পরশুরাম ;
ডেঙ্গু থেকে মশাগ্রাম; বং-ব্লগের দাপট রইবে সর্বত্র।
বাঙালির সমস্ত আশা-ভরসা-জিজ্ঞাসা এইবারে
ব্লগ মারফত্ পৌছে যাবে ট্যাংরা ট্যু টেক্সাস।
তোপসে মাছের স্প্যানিশ ঝোলের রেসিপি
কী ?
বাঙাল-ঘটি মিল মহব্বত-হয়ে গেলে কি বাঙ্গালিয়ানা
চটকে যাবে ?
নেতাজী কি এখনও বহাল তবিয়তে তিব্বতে
বসে স্যুপ খাচ্ছেন ?
সমস্ত আলোচনা রক-রান্নাঘর থেকে উড়ে
এসে পড়বে ব্লগের ঠেকে।
এই সুযোগ...
জয় মা বলে ঝাঁপ দিলাম।
Comments
Kotha ta kintu ekebaare thik bolechho,ae bloggin ta amader bongo bondhu der jonne khoob bhalo option,moner chinton theke premer alaap, ebar shob ae bloge lekha jabe.And you have proved that one doesn't needs to sound philosophical or serious to put his point,amar blog amar ichha jemni kore o likhi. ebare notun naara.."Amader blog porte hobe"
A blog in Bengali written in English alphabet has a wider reach than a blog in Bengali in Bengali alphabet.
Will read it regularly.
Cheers!!
Shabash!
visit
nanarokom.blogspot.com for example