Tuesday, September 7, 2021

রিপোর্টনগরী



- সান্যাল, ক্যুইক৷ একটা ছোট রিপোর্ট চাই৷ অন দ্য মার্কেট প্রস্পেক্টস অফ আওয়ার নিউ প্রডাক্ট৷
- ওকে স্যর৷ ইয়ে, কত ছোট রিপোর্ট?
- নট মোর দ্যান আ পেজ৷ এক পাতার বেশি কেউ আজকাল পড়তে পারে না৷ হাফ পাতা হলে আরও ভালো।
- বেশ বেশ৷ তা কবে চাই?
- কবে কী৷ আজই৷ আধ ঘণ্টার মধ্যে৷
- বেশ৷ তা, প্রডাক্ট সম্বন্ধে কিছু ইনপুট যদি পাওয়া যেত স্যর..।
- অফকোর্স। এই ফাইলে সব আছে।
- এই ফাইলে?
- এই ফাইলে।
- এই ফাইলে অন্তত পাঁচশো পাতা রয়েছে তো।
- ছ'শো এগারো৷
- আধ পাতা লেখার জন্য ছ'শো পাতার ইনপুট? আধ ঘণ্টায়?
- কুড়ি মিনিটে হলে ভালো হয়।
- কিন্তু..।
- ব্রাইট ইয়ং চ্যাপদের মুখে কিন্তু শব্দটা বড্ড বেমানান সান্যাল।
- কিন্তু স্যর..।
- ক্যুইক৷ ক্যুইক। গেট গোয়িং৷ জানো তো সাইমন সাইনেক কী বলেছেন?
- কর্পোরেট কোটেশনে মোটিভেশন সইবে না স্যর৷ আমি রিপোর্টটা বানিয়ে আনছি।
- বাহ্। সাইমন সাইনেকের নামে বেশ কালীর মানতের স্ট্রেন্থ আছে দেখছি। কেমন হাতে গরম মোটিভেশন পেলে বলো..।
**
- সান্যাল, রিপোর্ট তো দিব্যি হয়েছে৷ কিন্তু এইসব প্রজেকশন আর নম্বর তো গুল। রিপোর্টে এত গুল দেওয়া কি ঠিক হল?
- গুল?
- ডাহা গুল৷ এক্কেবারে নির্জলা গুল। টেনিদাকেও লজ্জায় ফেললে দেখছি৷ এই সব নম্বরগুলো পেলে কোথা থেকে?
- কেন? আপনার দেওয়া ওইসব ইনপুট থেকে।
- আমার দেওয়া ইনপুট?
- ওই যে৷ ছ'শো পাতার ফাইল৷
- ও'তে এইসব সংখ্যা দেওয়া আছে?
- আলবাত৷ পেজ তিনশো বাইশ রেফার করে দেখুন..।
- সর্বনাশ! ওই ফাইলে এইসব নম্বর রয়েছে?
- আপনি জানতেন না?
- তোমায় কী বলেছিলাম সান্যাল? আজকাল মানুষের হাতে অত বাজে সময় নেই যে একপাতার বেশি পড়বে৷ আমি কি বোকা যে ওই ছ'শো পাতা পড়ে দেখব? আর তোমাকেও বলিহারি, এই ফাইল পুরো পড়তে গেলে?
- ও মা, আপনি তো ইনপুট হিসেবে দিলেন, কয়েক পাতা পড়ে দেখব না?
- তুমিও চাইলে আমিও দিলাম৷ প্রটোকল৷ স্ট্যান্ডার্ড অপারেটিং প্র্যাক্টিস৷ কিন্তু দিলাম বলেই পড়তে হবে? তোমার লাজলজ্জা নেই ভাই সান্যাল? এই অ্যাটিচিউড নিয়ে তোমার কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে পারবে ভেবেছ?

No comments: