- হ্যাঁ রে গুপে, টিভিতে আজকাল কোনও ফুটবল ম্যাচট্যাচ কিছু হচ্ছে নাকি?
- ফুটবল?
- ফুটবল।
- ভটকাইদা, তোমার হঠাৎ ফুটবলের খবরে কী দরকার?
- ফুটবল কি জাহাজ? আমি কি আদার বিজনেস করছি?
- তেমনটাই তো জানি। সে'বছর পাড়ার মাঠে হঠাৎ ফুটবল খেলতে নেমে গোলকিপারের এগেন্সটে লেগ বিফোর উইকেটের অ্যাপীল করে রেফারি স্বদেশ জ্যেঠুর গাঁট্টা খেয়েছিলে মনে নেই?
- আরে ওটা রিফ্লেক্সে মুখ দিয়ে বেরিয়ে গেছিল। তবে ফ্র্যাঙ্কলি বলি গুপে, খেলতে নেমে অমন গায়ে পড়াপড়ি আমার ধাতে সয় না৷ যাকগে, আমি ফুটবল খেলতে চাইছি না৷ দেখতে চাইছি।
- কিন্তু হঠাৎ ফুটবল দেখার শখ হলই বা কেন? ও'দিকে তোমার আদৌ কোনও ইন্টারেস্ট আছে কি? কোনও ফুটবলারকে চেনো?
- আলবাত চিনি। পেলে। মারাদোনা। কৃশানু। মেসি। চীমা। গোষ্ঠ পাল।
- বাহ্। তা, নিয়মিকানুন সব জানা আছে?
- গোল দেওয়া আর খাওয়া। মাঝে এন্তার ধ্বস্তাধস্তি। কুস্তির আবার নিয়মফিয়ম কী? আর তোর অত কৈফিয়তেই বা কাজ কী? এ'বার থেকে ফুটবল দেখব। ব্যাস।
- ইউরো চলছে। কোপ আমেরিকা চলছে। লট অফ ফুটবল অন টেলিভিশন।
- এ তো চেনা সব টুর্নামেন্টের নাম। লাভলি। বলছি, রোনাল্ডো এখনও খেলে?
- সুপারস্টার তো।
- এই বয়সেও খেলতে পারছে? হাড়ে জোর আছে বলতে হবে। টাকটা মেন্টেন করছে না চুল বাগিয়েছে?
- টাক? তুমি কি ব্রাজিলের রোনাল্ডোর কথা বলছ?
- অফ কোর্স। ফুটবলের থাম্বরুল তো দুটোই। ব্রাজিল জিন্দাবাদ। ইস্ট বেঙ্গল হিপ হিপ হুররে।
- পর্তুগালের রোনাল্ডো এখন মাঠ কাঁপাচ্ছে ভটকাইদা। নট দ্য ওয়ান ফ্রম ব্রাজিল।
- দেশ পালটে ফেললে? কেপলার ওয়েসলসের মত?
- উফ! না রে বাবা। এ আলাদা রোনাল্ডো।
- স্ট্রেঞ্জ৷ এ যেন ওয়েস্ট ইন্ডিজের ওয়াসিম। ফ্যাসিনেটিং। ঠিক আছে৷ কিছুটা পড়াশোনা করতে হবে দেখছি।
- অত সাতপাঁচ না ভেবে ম্যাচ দেখে ফুর্তি করলেই তো মিটে গেল৷ পড়াশোনা করার দরকারটা কী? এ তো এগজ্যামিনেশন নয়।
- ও মা। আকাটের মত দেখে হাততালি দিলে ফেসবুকে লিখব কী করে গুপে? খেলায় গোলটোল হলে শক্তির পোয়েট্রি কোট করে এসোটেরিক একটা কিছু বলে দেওয়াই যায় অবশ্য৷ তবু..।
- তুমি হঠাৎ ক্রিকেট ছেড়ে ফুটবল নিয়ে পড়লে কেন বলো তো?
- টেস্ট ফাইনালের হারটা ডাইজেস্ট করতে পারছি না রে ভাই৷ উইলিয়ামসনের ভালোমানুষ মুখটা মনে করে মনের মধ্যে "খেলায় হারজিত আছেই, স্পিরিট ইজ ইম্পর্ট্যান্ট" গোছের স্লোগান তোলার চেষ্টা করছি বটে...কিন্তু প্রাণে সইছে না। অন্য স্পোর্টসে ডাইভার্সিফাই না করলেই নয়৷
- তুমি ক্রিকেটের দুঃখে ফুটবল দেখবে?
- তেমনটাই ইচ্ছে। তবে আরও একটা ব্যাপার আছে বুঝলি৷ হোয়্যাটস্যাপ গ্রুপগুলোতে আজকাল এত ফুটবল আলোচনা আর তর্ক চালাচ্ছে শালা ফুটবল পাগলের দল, সামান্য ফুটবল এ'বার না দেখলেই নই। খেলা বুঝেটুঝে কাজ নেই, কিন্তু স্রেফ ইনফর্মেশনের অভাবে তর্কে পার্টিসিপেট করব না...এ যন্ত্রণা বরদাস্ত করা যায় রে গুপে? অসম্ভব!
Comments