Wednesday, July 21, 2021

অতএব




প্রেমিকা "উত্তমকুমার" বলে ডাকায় কোনও প্রেমিক কোনওকালে লজ্জায় মাখোমাখো হয়ে পড়েননি।

সুকুমার কোনওদিন রুমাল ব্যবহার করেননি বা বেড়াল প্রসঙ্গে ভাবনাচিন্তা করেননি৷

রবীন্দ্রনাথ কোনওদিন দাড়িতে হাত বুলিয়ে দেখেননি৷

নেতাজী বলতে মুলায়ম সিং ছাড়া কারুর কথা মনেই পড়েনা৷ 

শীর্ষেন্দুর ভূতেরা মগনলালের প্রাইভেট সার্কাসে কোরাস গেয়ে দিন গুজরান করে।

রবি শাস্ত্রী মাইক হাতে "কলকত্তা কেমোন আছি" বলে চ্যাঁচামেচি না জুড়লে ইডেনে প্রাণ-প্রতিষ্ঠা হয়না৷ 

উচ্ছে-কোফতা ছাড়া পিকনিক টেনিদা বরদাস্ত করতে পারেনা। 

আলভারেজকে প্রথমবার দেখেই শঙ্কর তাঁর পকেট কাটার ফন্দি এঁটেছিল।

নিয়ম করে, দুলে দুলে, পাঁচালীর সুরে; আনন্দবাজারে প্রকাশিত জ্যোতিষী-তান্ত্রিকদের বিজ্ঞাপন না পড়লে- নিউটন কিছুতেই গ্র‍্যাভিটির বিটকেল হিসেবনিকেশ সামাল দিয়ে উঠতে পারতেন না।

পলাশীতে মুখ থুবড়ে পড়ে সিরাজ ককিয়ে উঠে বলেছিলেন, "এট্ টু মিরু"?

No comments: