Sunday, March 4, 2018

বালিশবাবুর অফিসে - ৬



- এ যে দেখছি অনেক জল!
- অনেক বালিশবাবু! অনেক।
- কতটা? 
- সে কি আর মাপার উপায় আছে?
- যা মাপা যায় না তাকেই বুঝি 'অনেক' বলে মিস্টার মুখার্জী?
- বাবা ডাক থাকতে আবার মিস্টার মুখার্জী কেন?
- গোটা বালিশেন্দ্র থাকতে আবার বালিশ কেন?
- এ'সব কোনও প্রশ্ন হল?
- এ'সব কোনও উত্তর হল?
- ধুত।
- কতটা?
- কী কতটা?
- আমাদের সামনের এই বিশাল চৌবাচ্চাটায় কতটা জল? আন্দাজ? কয়েক লাখ ফীডিং বোতল ভরে ফেলা যাবে? 
- চৌবাচ্চা? এ'টা বে অফ বেঙ্গল বালিশেন্দ্রবাবু। সমুদ্র!
- চৌবাচ্চার তুলনায় সমুদ্রে কতটা বেশি জল থাকে বাবাবাবু?
- সমুদ্র যদি মাইনের পাওয়ার দিন সন্ধেবেলায় কলজের সাইজ হয়, তা'হলে চৌবাচ্চা হচ্ছে মান্থএন্ডের হঠাৎ ক্রেডিট কার্ডের বিল দেখা কলজে।
- উপমা দেওয়ার ক্ষমতা তুলি চালানোর মত সুক্ষ বাবাবাবু, আপনার দৌড় পেরেকে হাতুড়ি চালানো পর্যন্ত। 
- মোদ্দা কথা হল সমুদ্রে ইনফাইনাইট পরিমাণে জল আছে। চৌবাচ্চায় কয়েক লিটার।
- যা যা আপনি বা আপনারা মাপতে পারেন না, সে'টাই ইনফাইনাইট?
- মাপা সম্ভব নয়। 
- সম্ভাবনার লিমিট আপনি?
- মানুষের পক্ষে সম্ভব নয়।
- ইনফিনিটি তা'হলে মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে। কচ্ছপ হলে কী হয় কিছুই বলা যাচ্ছে না।
- ধ্যাত্তেরি। 
- তবে বাবাবাবু, এই যে পায়ে জল খেলে যাচ্ছে, এই ব্যাপারটা অতি মনোরম।
- জানি। জলের ছপছপ, বালির সুড়সুড়। বাই দি বাই বালিশবাবু, এই জলের ছপাৎছপকে বলে ঢেউ। 
- ঢেউ। তা সমুদ্র দিনে কতগুলো ঢেউ জেনারেট করে?
- আমি জানি না। অবশ্য কচ্ছপেরা জানতে পারে।
- সারকাজম? বাবাবাবু?
- মনে কেমন করে না? বালিশবাবু? ঢেউ, বালি, আকাশ...সব মিলে?
- ডাইপার বাইরে থেকে ভিজে গেছে মাইরি। আপনার এই ঢেউয়ের ছপাতে। রোম্যান্টিক আয়রনি।
- রোম্যান্টিক? আয়রনি? এ'সব কোথায় শিখলেন?
- আপনার বন্ধু মিস্টার সেনকে এই দু'টো শব্দ ব্যবহার করতে শুনেছি বহুবার। বিশেষ করে যখন ভদ্রলোক ইন্টেলেক্ট ঝাড়তে গিয়ে ছড়িয়ে ফেলেন। আরও আছে। বুর্জোয়া, বার্গ্ম্যান, পোস্টমডার্ন, এলিটিস্ট..।
- ঝাড়তে গিয়ে ছড়িয়ে? আপনার ভাষার হয়েছেটা কি?
- আমার ভাষা। বালির ঢিপির মত। আপনাদের ইনফ্লুয়েন্সের ঢেউ এসে অবিরাম হিট করে যাচ্ছে। অগুনতি।
- থেবড়ে বসবেন? বালিতে লেপ্টে?
- বালি আর ডাইপার খুব আনইজি কম্বিনেশন স্যার। আমি বরং আপনার কোলে...।
- বেশ।
- ইনফিনিটির সামনে এলে মন তিরতির করে কাঁপে? এম্পিরিকাল হিসেবকিতেব কি তাই বলছে? মনকেমন? বাবাবাবু?
- ডাইপার ভিজেছে? ভিতর থেকে? বালিশবাবু?

No comments: