পিটারবাবু দরজাটা বন্ধ করতে উঠেছিলেন। এই; দেড়টা নাগাদ।
এত বছরের পরিচিত দরজা, সে দরজার কাছে গিয়ে টের পেলেন দরজা নেই। নিরেট। তবে দেওয়াল নয়। কেমন নরম, গদির মত।
কী মুশকিল। ঘাবড়ে গিয়ে হুড়মুড় করে ফিরে এলেন খাটের দিকে। পিটারবাবু টের পেলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম। উত্তজেনায় মৃদু কাঁপুনি গায়ে ছড়িয়ে পড়ছিল। ধপাস করে খাটে বসলেন তিনি।
অমনি দরজার পাল্লা খুলে দড়াম করে থেবড়ে পড়ে গেলেন পিটারবাবু।
No comments:
Post a Comment