Monday, March 2, 2015

নর্মাল-লার্জ-এক্সট্রা লার্জনর্মাল সাইজের প্রেমে – চিঠি ও শেষের কবিতার টুসকি।

লার্জ সাইজের প্রেমে – পাশাপাশি বেহিসাবি হন্টন। ‘তুই’য়ের ভোল্টেজ পরিবর্তন। হঠাৎ ছাদের কোনে কব্জির মোচড়।

এক্সট্রা লার্জ সাইজের প্রেমে – চোখের কাছে চোখের আত্মসমর্পণ। সেই শেষ।

**

নর্মাল সাইজের নার্ভাসনেসে – আমি তোমার বলতে চাইছিলাম যে তুমি আমায় ভালোবাসো।

লার্জ সাইজের নার্ভাসনেসে – আমি তোমায় বলছিলাম যে আমি ভালোবাসাকে তুমি করি।
   
এক্সট্রা লার্জ সাইজের নার্ভাসনেসে – ভালোবাসা ? হোয়াট দ্য হেল ইজ দ্যাট ?

**

নর্মাল সাইজের দুঃখ – তাহলে তুমি আমায় রিজেক্ট করছো? সেটাই ধরে নেব তো?

লার্জ সাইজের দুঃখ – শক্তি আমায় শক্তি দেবে। আমার কথা ভেবো না। তুমি ভালো থেকো।

এক্সট্রা লার্জ সাইজের দুঃখ – আরে এটা কোন ব্যাপারই না। কাল বিকেলে নীলা ডেকেছিলো। ভাবছি যাব।

**

নর্মাল সাইজের অভিমান – কাল এলে না কেন?

লার্জ সাইজের অভিমান – কাল এলে না, তোমায় ছাড়া ফুচকা খেতে মন চাইল না।

এক্সট্রা লার্জ সাইজের অভিমান – এত দেরী করে এলে...সেই গতকাল থেকে আমি ঠায় দাঁড়িয়ে এখানে!

**

নর্মাল সাইজের আব্দার – একটা চুমু...প্লীজ...

লার্জ সাইজের আব্দার – দীঘা যাবে? সামনের শনিবার?

এক্সট্রা লার্জ সাইজের আব্দার – আমার এগরোলটা শেষ হয়ে গেল জলদি। তোমার রোলের শেষ কামড়টা আমার জন্য রেখে দেবে প্লীজ?


No comments: