ভাতে, ঝোলে, প্রতিবাদে বাঙালি। ইন ফ্যাক্ট, হীরক-রাজ কইতেন যে “ভাত-ঝোল নাও পাই / প্রতিবাদ করা চাই”।
ব্রিটিশে কিংবা গ্যাস-অম্বলের বিরুদ্ধে, স্বৈরাচারের কিংবা ভাত-ঘুম বিরোধিতার বিরুদ্ধে, অপশাসকের কালো হাত কিংবা বউ’এর মেজাজের বিরুদ্ধে: বাঙালি রুখে দাঁড়িয়েছে চিরকাল। এবং দাঁড়াবে।
রোজ ভোরে খবরের কাগজ হাতে মেজকা সমগ্র জাতির হয়ে প্রতিবাদ রেখে যান। পিসী জেহাদ জানিয়ে যান তাস খেলুড়ে পিসের প্রতি দু ঘন্টা অন্তর দাঁত্ খিচিয়ে। বস নিজের বসের প্রতি রাগ জানান দেন নিজের অধস্তনকে লেজে খেলিয়ে। বউ বরের কলার চেপে শাশুড়ির কে শাসান, শাশুড়ি ছেলের কান মূলে বউ কে রোয়াব ঝাড়েন।
এহেন বাঙালির “গাঙ্গুলী কতৃক চ্যাপেল-ক্যালানো” মূলক মাতঙ্গিনী মূর্তি যে কী ভয়ানক তার সপাট পরিচয় নতুন দিল্লী তথা অধুনা ইউ পি এ সরকার মোক্ষম মালুম পেয়েছে। এবং হাড়ে হাড়ে টের পেয়েছেন অবশ্যই মমতা দেবীর গদাম গদা-ঠ্যাঙ্গানিতে।
সাড়ে তিনটি বছর ধরে, ইউ-পি-এ সরকার কে নেড়ি-মাফিক শাসন করে, অবশেষে; বাড়াবাড়ি রকম ত্যান্ডাই-ম্যান্ডাই দেখে সহবাগ মাফিক একটি পুল খেলেছেন মমতা: সাপোর্ট ক্ষতম। দেশের সমস্ত কোন থেকে আসা এক রাশ সংবাদদাতার সামনে নিপাট বাংলায় এমন ধুলেন পর্যুদস্ত ইউ-পি-এ সরকারকে, যে সুযোগ পেলে জাকির হুসেন তাল মিলিয়ে জমাট এক হাত বাজিয়ে সঙ্গ দিতে পারতেন। সাবাস দিদি।
সাড়ে তিনটি বছর ধরে, ইউ-পি-এ সরকার কে নেড়ি-মাফিক শাসন করে, অবশেষে; বাড়াবাড়ি রকম ত্যান্ডাই-ম্যান্ডাই দেখে সহবাগ মাফিক একটি পুল খেলেছেন মমতা: সাপোর্ট ক্ষতম। দেশের সমস্ত কোন থেকে আসা এক রাশ সংবাদদাতার সামনে নিপাট বাংলায় এমন ধুলেন পর্যুদস্ত ইউ-পি-এ সরকারকে, যে সুযোগ পেলে জাকির হুসেন তাল মিলিয়ে জমাট এক হাত বাজিয়ে সঙ্গ দিতে পারতেন।
জয়; মা-মাটি-মদনের জয়।
( ছবি টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে নেওয়া )
No comments:
Post a Comment