Friday, January 20, 2012

ট্রেন বিহার

আমার বিহারি সহকর্মীটি বেশ রসিক মানুষচাকরির খাতিরে বিহারের প্রত্যন্ত গ্রামে-গঞ্জে ঘুরে বেড়াতে হয়একবার এরকমই এক ট্যুরয়ে পৌছেছিলাম বনমঙ্খি নামের এক ছোট্ট স্টেশনেমিটার গেজের লাইন চলে গ্যাছে আর লোকাল রুটে ট্রেন চলে থাকে সেখান দিয়ে। আমার সহকর্মীটি বললেন চলুন আপনাকে দেহাতী মাল্টি-জিম দ্যাখাচ্ছি”!
“মাল্টি জিম?” অবাক হয়ে চাইলাম ভদ্রলোকের প্রতি ।
আমাকে প্ল্যাটফর্মের ওপর নিয়ে এসে, অপেক্ষারত একটা লোকাল ট্রেন দেখিয়ে ভদ্রলোক বললেন, “ এই হলো আমাদের গ্রাম-দেহাতের মাল্টি-জিমদৈনিক এক ঘন্টার এই ট্রেন সফরে যা ক্যালরি ঝড়ে, তা কোনও শহুরে জিমের বাপের দ্বারাও হবে না”

এই সেই দন্ডয়মান শকট-কসরতখানাভাবলে অবাক লাগে, এই ট্রেনটি ছাড়তে তখনও ঝাড়া দু ঘন্টা বাকিমনে মনে ভাবলাম, যে বিহারের গ্রাম দেহাতের এই ট্রেন-জিমের তুলনায় আমাদের, শহুরে শেয়ালদার বনগাঁ লোকালও কী কম যায় নাকি?

1 comment:

Abhishek said...

Ei Gym e beshi bhag somoy kono ticket o lagena......Ticket chara jodi Bihar -er traine na cholo tahole aar kee korle :)